পশ্চিমবঙ্গে সাব-ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন 32,100/- টাকা | WB Sub Inspector Recruitment 2023

পশ্চিমবঙ্গের সমস্ত চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যে পুলিশ বিভাগে সাব ইন্সপেক্টর নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। সেক্ষেত্রে আপনারা যারা রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে গেছে দীর্ঘদিন ধরে চাকরির প্রস্তুতি নিচ্ছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য একটি সুবর্ণ সুযোগ এটি। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে আপনারা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

WB Sub Inspector Recruitment
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ পুলিশ নিয়োগ বোর্ড তথা West Bengal Police Recruitment Board (WBPRB) এর তরফে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদের নাম: এই নিয়োগের মধ্য দিয়ে সাব রেজিস্ট্রার/ সাব ইন্সপেক্টর (আনআর্মড ব্র্যাঞ্চ) এবং সার্জেন্ট পদে নিয়োগ করা হবে।
মাসিক বেতন: নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 32,100/- টাকা। এই বেতন সর্বোচ্চ 82,900/- টাকা অব্দি হতে পারে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 20 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা আবেদন যোগ্য।
রিজার্ভ ক্যাটাগরি যেমন SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের ছাড় এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1. আপনি যদি নতুন আবেদনকারী প্রার্থী হয়ে থাকেন তবে আপনাকে অবশ্যই আপনার প্রাথমিক কিছু তথ্য দিয়ে Sign Up করে নিতে হবে।
2. Sign Up করার জন্য নিজের নাম, মোবাইল নম্বর, ইমেল আইডি দিয়ে একটি User Name এবং Password বানিয়ে নিন।
3. এবার User Name এবং Password দিয়ে লগইন করে নিন এবং যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
4. এক্ষেত্রে নিজের বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
5. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো ও সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 18 সেপ্টেম্বর, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এবং অনলাইন আবেদন এর লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE 


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment