রাজ্যে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ভালো এক নিয়োগের সুখবর। এবার রাজ্যে স্কুলে একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ শুরু হলো। সেক্ষেত্রে আপনারা যারা ন্যুনতম এবং খুবই সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। এখানে একই সঙ্গে ক্লার্ক সহ বিভিন্ন গ্রুপ ডি এবং পিওন পদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত খুঁটিনাটি নিচে আলোচনা করা হলো।
পদের নাম – Group-D
বিভিন্ন পদ: মূলত এই গ্রুপ ডি লেভেলের পদের অধীনে বিভিন্ন পদ রয়েছে। যেমন, অ্যাটেনডেন্ট/ পিওন, কুক, হেলপার, সুইপার, নাইট গার্ড।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে উচ্চ শিক্ষিতরাও সমানভাবে আবেদনযোগ্য।
মাসিক বেতন: কুক ও পিওন পদের ক্ষেত্রে মাসিক বেতন 12,000/- টাকা। সুইপার, নাইট গার্ড, হেলপার পদের ক্ষেত্রে মাসিক বেতন 8,380/- টাকা।
পদের নাম: ক্লার্ক, সুপারিনটেনডেন্ট অফ হোস্টেল ও ম্যাট্রন অফ হোস্টেল। এই তিনটি পদের শিক্ষাগত যোগ্যতা সমান।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
মাসিক বেতন: উপরের তিনটি পদের ক্ষেত্রেই মাসিক বেতন সমান। নিয়োগের পর পর বেতন 13,500/- টাকা।
প্রার্থীর বয়সসীমা: উপরোক্ত সবগুলি পদের জন্য প্রার্থীর বয়সসীমা সমান। সেক্ষেত্রে ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 38 বছর বয়সের প্রার্থীরা চাকরিতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: ইমেলের মাধ্যমে আবেদনপত্র জমা করতে হবে। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম সংগ্রহ করুন।
2. এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে বের করে নিয়ে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সব তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করুন।
6. সবার শেষে এগুলি সব ফটো স্ক্যান করে নির্দিষ্ট ইমেল এড্রেসে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিতে হবে।
আবেদনের সময়সীমা: আগামী 26/04/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিঙ্ক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং ইমেল এড্রেস দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE