পশ্চিমবঙ্গ স্বাস্থ্য বিভাগের তরফে ফের জারি হয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যের জেলা লেভেলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে নেওয়া হবে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে কোনো লিখিত পরীক্ষা ছাড়াই অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন এবং এক্সপিরিয়েন্স এর ভিত্তিতে প্রার্থীদের সরাসরি কর্মী পদে করা হবে নিয়োগ। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় এমন একটি দুর্দান্ত নিয়োগের সুবর্ণ সুযোগ হাতছাড়া না করতে এখনি জেনে নিন এর বিস্তারিত খুঁটিনাটি।
পদের নাম – ল্যাবরেটরি টেকনিশিয়ান
প্রোগ্রামের নাম: এই ল্যাবরেটরি টেকনিশিয়ান (Laboratory Technician) পদে তিনটি প্রোগ্রামে নেওয়া হচ্ছে কর্মী। যথা, NTEP, XV-FC(2021-22) এবং XV-FC(2022-23)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট প্রোগ্রামে ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে ন্যুনতম বয়স 19 বছর। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
যেভাবে আবেদন করবেন: আগের থেকে কোনো রকম আবেদন করার দরকার নেই। সরাসরি ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন।
1. ইন্টারভিউয়ের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট সবার প্রথমে ডাউনলোড করে নিন, এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো।
2. এটি বের করে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন ফরম্যাট টি।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস যাবতীয় সকল প্রকার তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে নিজের সিগনেচার করে দিন এই ফর্মের মধ্যে।
5. সবার শেষে একেবারে ইন্টারভিউয়ের দিন একেবারে ইন্টারভিউ কেন্দ্রে নিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: ইন্টারভিউ কেন্দ্রে বেশ কিছু ডকুমেন্ট এবং তথ্য অবশ্যই সঙ্গে রাখবেন। এগুলি নিচে উল্লেখ করা হয়েছে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
7. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আগেই বলা হয়েছে যে, কর্মী নিয়োগের ক্ষেত্রে কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না। আবেদন জমা পড়ার পর শিক্ষাগত যোগ্যতা তথা অ্যাকাডেমিক মার্কস এর ওপর নম্বর প্রদান করা হবে।
সঙ্গে ওয়ার্ক এক্সপিরিয়েন্স এর ওপর রয়েছে নম্বর। সবার শেষে প্রার্থীদের প্রাপ্ত সকল নম্বর এর ভিত্তিতে গড়ে তোলা হবে মেরিট লিস্ট এবং এর ভিত্তিতে হবে নিয়োগ।
ইন্টারভিউয়ের তারিখ ও সময়: আগামী 13 এবং 14 মার্চ, 2023 মোট দুদিন ইন্টারভিউ সংঘটিত হবে। সকাল 11 টা থেকে শুরু হবে ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া।
ইন্টারভিউয়ের স্থান: Office of CMOH, Diamond Harbour Health District, South 24Pgs, Pin-743331
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: DOWNLOAD
OFFICIAL WEBSITE: VISIT HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE