পশ্চিমবঙ্গে হেল্থ অ্যাসিস্ট্যান্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 13,000 টাকা | WB Health Asst Recruitment 2023

পশ্চিমবঙ্গে সরকারি চাকরি প্রার্থীদের জন্য এক নতুন নিয়োগের সুখবর। এবার রাজ্যের স্বাস্থ্য বিভাগের তরফে ফের জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে এখানে স্বাস্থ্য সহায়ক তথা হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নেওয়া হবে কর্মী। আপনারা যারা অনেক পড়াশোনা শেষে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। নিচে আরো বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।

WB Health Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যের স্বাস্থ্য বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতির তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: স্বাস্থ্য সহায়ক তথা হেলথ অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আরো ভালো করে বলতে গেলে কমিউনিটি হেল্থ অ্যাসিস্ট্যান্ট – আরবান পদে নেওয়া হবে কর্মী।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত সংস্থা থেকে ANM পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কিংবা GNM করা থাকলেও এখানে আবেদন করা যাবে।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আপনার ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে মোটামুটি উচ্চ হারে বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 13,000/- টাকা।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জমা করতে হবে। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করে নিন।
2. এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট ডাউনলোড করে প্রিন্ট আউট করে বের করে নিতে হবে।
3. তারপর নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে পূরণ করে ফেলুন এটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস, বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর ও ইমেল আইডি ইত্যাদি সঙ্গে রাখবেন।
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে ফর্মের মধ্যে একটি সিগনেচার করে দিন নিজের।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
আবেদনের সময়সীমা: আগামী 31/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে পোস্ট অফিস এর মাধ্যমে আবেদনপত্র পাঠাতে হবে।
আবেদন পাঠানোর ঠিকানা: Office of the Chief Medical Officer of Health, District Health & Family Welfare Samity, 1st Floor, Khosbagan, Shyamsayer, East Near Harisabha, Hindu Girls School, Purba Bardhaman, Pin-713101, West Bengal
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে সেখানেই নিয়োগের আবেদনপত্র দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment