পশ্চিমবঙ্গে ফের বেশ কিছু শূন্যপদে আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আপনি রাজ্যের বাসিন্দা হওয়ার পাশাপাশি ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় এই আশা কর্মী নিয়োগের চাকরির জন্য অনায়াসে আবেদন করতে পারবেন। প্রধানত রাজ্যের জেলা ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগের কথা বলা হয়েছে। আপনি বিশেষ করে মহিলা চাকরি প্রার্থী হয়ে থাকলে এবং সরকারি এবং সরকারি চাকরির খোঁজে থেকে থাকলে এই আশা কর্মী (Asha Karmi) পদের নিয়োগে অংশগ্রহণ করতে পারেন। নিচে সবিস্তারে আলোচনা করা হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা:
আশা কর্মী (Asha Karmi) পদে আবেদনের জন্য আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে ন্যুনতম মাধ্যমিক পাস করে থাকতে হবে। উচ্চশিক্ষিত চাকরিপ্রার্থীরা সমান ভাবে যোগ্য এখানে আবেদনের জন্য।
বয়সসীমা:
আশা কর্মী তে আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 30 বছর এবং সর্বোচ্চ 40 বছরের চাকরিপ্রার্থীরা এখানে আবেদন করতে পারবেন। SC/ST দের ক্ষেত্রে বয়স এর নিম্ন সীমা হলো 22 বছর।
নিয়োগ প্রক্রিয়া:
আশা কর্মী (Asha Karmi) পদে নিয়োগের ক্ষেত্রে কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। প্রার্থীর শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে মেরিট লিস্ট তৈরি করা হবে। সেখান থেকে প্রার্থী বাছাই করে আশা কর্মী পদে নিয়োগ করা হবে।
আবেদন প্রক্রিয়া:
খুব সহজেই মূলত অফলাইনের মাধ্যমে আপনারা এই আশা কর্মী (Asha Karmi) পদের নিয়োগের জন্য আবেদন করতে পারবেন।
Step- 1. সর্বপ্রথম অফিসিয়াল বিজ্ঞপ্তি ভালো করে পড়ে নিন।
Step- 2. অফিসিয়াল ওয়েবসাইট থেকে আশা কর্মী নিয়োগের আবেদন পত্র (Asha Karmi Application Form) টি বের করে নিন প্রিন্ট করে A4 সাইজের পেপারে।
Step- 3. তারপর আবেদনপত্রটি ভালো করে নিজের যাবতীয় তথ্য দিয়ে ভালো করে পূরণ করে নিন।
Step- 4. বেশ কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
Step- 5. সবার শেষে আবেদনপত্রটি জমা করতে হবে নির্দিষ্ট ব্লক অফিসে।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
যেসব ডকুমেন্ট দিতে হবে আবেদনপত্রের সঙ্গে –
1. জন্ম তারিখের প্রমাণপত্র
2. রেশন কিংব ভোটার কার্ড
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. মাধ্যমিক শিক্ষা এর মার্কশিট ও সার্টিফিকেট
5. দুই কপি রঙিন পাসপোর্ট ফটো
আবেদন ফি:
আশা কর্মী (Asha Karmi) নিয়োগের জন্য আবেদন করতে কোনো রকম আবেদন ফি দিতে হবে না।
আবেদনের সময়সীমা:
আশা কর্মী পদের জন্য আবেদন করতে পারবেন আগামী 24/03/2022 তারিখের মধ্যে। আপনাকে সংশ্লিষ্ট BDO OFFICE এ গিয়ে আবেদনপত্র জমা করে আসতে হবে।
Application Form: Click Here
Official Notification: Click Here
Official Website: Click Here
সরকারি চাকরির নতুন নতুন আপডেট পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত হয়ে।
TELEGRAM CHANNEL: JOIN HERE