রাজ্যের জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Samiti) এর পক্ষ থেকে নিয়োগ করা হবে বিভিন্ন Group-C এবং Group-D (WB Health Recruitment 2022 Group-D) পদে। আপনি রাজ্যের যেকোনো জেলার বাসিন্দা হলে করতে এই নিয়োগের জন্য আবেদন করতে পারেন। পুরুষ কিংবা মহিলা যে কেউ এই পদে আবেদনের জন্য যোগ্য। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেনপত্র জমা নেওয়া হবে। বিস্তারিত দেওয়া হলো নিচে-
নিয়োগকারী সংস্থা: District Health & Family Welfare Samiti তে WB Health Recruitment 2022 আওতায় নিয়োগটি সম্পন্ন হবে।
পদের নাম: প্রধান 6 প্রকার পদে নিয়োগ হবে। যথা-
- Medical Officer
- Psychiatric Nurse / Staff Nurse
- Staff Nurse
- Accountant (AYUSH)
- Group-D (AYUSH)
- District Manager (Public Health)
পদ অনুযায়ী বিবরণ: পদ অনুযায়ী নিচে যাবতীয় বিবরণগুলি দেওয়া হলো-
Medical Officer
মোট শূন্যপদ: 9 টি
শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রি
বয়স: সর্বোচ্চ 62 বছর
বেতন: 60000 টাকা মাসে
নিয়োগ প্রক্রিয়া: Interview এর মাধ্যমে। কিছু ক্ষেত্রে Academic Marks এর প্রয়োজন।
Psychiatric Nurse / Staff Nurse
মোট শূন্যপদ: 12 টি
শিক্ষাগত যোগ্যতা
Psychiatric Nurse: Psychiatric Nursing এ B.Sc.ডিগ্রি
Staff Nurse: GNM ট্রেনিং করে থাকতে হবে
বয়স: সর্বোচ্চ 40 বছর
মাসিক বেতন
- Psychiatric Nurse: 28000/-
- Staff Nurse: 25000/-
নিয়োগ প্রক্রিয়া: Academic Marks এবং Interview এর মাধ্যমে।
Accountant (AYUSH) & Group-D (AYUSH)
মোট শূন্যপদ: 02 টি
শিক্ষাগত যোগ্যতা: মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক যোগ্যতা।
বয়স: সর্বোচ্চ 62 বছর
মাসিক বেতন
- Accountant (AYUSH): 12000/-
- Group-D (AYUSH): 8000/-
নিয়োগ প্রক্রিয়া: Academic Marks এবং Interview এর মাধ্যমে।
District Manager (Public Health)
মোট শূন্যপদ: 01 টি
শিক্ষাগত যোগ্যতা: MBBS ডিগ্রি
বয়স: সর্বোচ্চ 40 বছর
মাসিক বেতন: 40000/-
নিয়োগ প্রক্রিয়া: Academic Marks, Written Test, Computer Test এবং Interview এর মাধ্যমে।
অনলাইনে আবেদনের সময়সীমা: 10/01/2022 এর মধ্যে।
Official Notification: Click Here
Official Website: wbhealth.gov.in
More Job News: Click Here