পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি। রাজ্যের যেকোনো জেলা থেকে যেকোনো ব্যক্তি আবেদন করতে পারবেন। বিভিন্ন স্থায়ী পদে করা হবে কর্মী নিয়োগ। পশ্চিমবঙ্গ এর বিভিন্ন টিচার্স ট্রেনিং কলেজে বিভিন্ন বিষয়ের ওপর নিয়োগ কর হবে এসিস্ট্যান্ট প্রফেসর। আপনি যদি এই পদে আবেদন করতে ইচ্ছুক হন তবে নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থা: West Bengal Public Service Commission (WBPSC)
নিয়োগস্থান: পশ্চিমবঙ্গ উচ্চ শিক্ষা বিভাগের অধীনে বিভিন্ন TEACHERS TRAINING COLLEGE এ নিয়োগ হবে।
পদের নাম: ASSISTANT PROFESSOR পদে করা হবে নিয়োগ।
যেসব বিষয়ের ওপর নিয়োগ করা হবে: প্রধানত যেসব বিষয়ের ওপর ASSISTANT PROFESSOR নিয়োগ করা হবে-
- Economics (Methodology course)
- Hindi (Methodology course)
- Psychology (Methodology course)
- Zoology (Methodology course)
- Urdu (Methodology course )
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আবেদনকারীকে মাস্টার ডিগ্রি ধারণ করতে হবে 55% নম্বরের ওপর।
ভাষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই বাংলা ভাষায় পড়তে, লিখতে এবং কথা বলতে জানতে হবে (ABILITY TO READ, WRITE AND SPEAK IN BENGAL)।
বয়স: আবেদনকারীর বয়স হতে হবে 40 বছরের নিচে।
বেতন: 15600-39100 টাকা মাসে এবং সঙ্গে 6000 টাকা গ্রেড পে।
আবেদন প্রক্রিয়া: WBPSC এর Official Website এ গিয়ে অনলাইনের মাধ্যমে করতে পারবেন আবেদন।
আবেদন ফি: 210 টাকা এবং SC/ST/PWD এর কম আবেদন ফি দিতে হবে না।
আবেদনের সময়সীমা: আগামী 19/01/2022 এর মধ্যে করতে পারবেন আবেদন।
Official Notification: Click Here
Official Website To Apply Online: wbpsc.gov.in