রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য বিদ্যুৎ বণ্টন সংস্থা (West Bengal State Electricity Distribution Company Limited) এর অধীনে করা হবে কর্মী নিয়োগ। রাজ্যের যেকোনো স্থান থেকে অনায়াসে করতে পারবেন আবেদন। মূলত অনলাইনের মাধ্যমে করতে হবে আবেদন। আপনি যদি এই চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন তবে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেখে নিতে পারেন।
নিয়োগকারী সংস্থাঃ West Bengal State Electricity Distribution Company Limited (WBSEDCL)
পদের নামঃ প্রধান 2 প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে। যথা-
- Junior Executive (Stores)
- Junior Engineer (Electrical) Gr.-II
পদ অনুযায়ী বিবরনঃ নিচে পদ অনুযায়ী শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতনক্রম দেওয়া হলো-
Junior Executive (Stores)
শূন্যপদঃ 14 জন কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে স্নাতক পাস করতে হবে। সঙ্গে কিছু ক্ষেত্রে প্রার্থীকে পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে।
বয়সঃ বয়স হতে হবে 18-32 বছরের মধ্যে।
বেতনঃ 37400-108200 টাকা মাসে।
Junior Engineer (Electrical) Gr.-II
শূন্যপদঃ 400 জন কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ আবেদনকারীর Electrical Engineering বিষয়ে ডিপ্লোমা সার্টিফিকেট থাকতে হবে।
বয়সঃ বয়স হতে হবে 18-32 বছরের মধ্যে।
বেতনঃ 36800-106700 টাকা মাসে।
আবেদন প্রক্রিয়াঃ অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে অনলাইন মাধ্যমে করতে হবে আবেদন।
আবেদনের সময়সীমাঃ আবেদন করতে হবে আগামী 05/01/2022 এর মধ্যে।
Official Notification: Click Here
Official Website: Click Here
Apply Online: Click Here