রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হলো। মূলত রাজ্য সরকারের তত্ত্বাবধানে পশ্চিমবঙ্গ জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Samiti) এর পক্ষ থেকে অসংখ্য গ্রুপ-সি ও ডি (Group-C, Group-D) পদে কর্মী নিয়োগ করা হবে। ন্যূনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতাতে যেকেউ এখানে আবেদন করতে পারবেন। রাজ্যের যেকোনো জেলা ও প্রান্ত থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে এটি আপনার জন্য একটি দুর্দান্ত সুযোগ। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো।
নিয়োগকারী সংস্থা:
পশ্চিমবঙ্গ সরকার (Government of West Bengal) এর অধীনে জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ সমিতি (District Health & Family Welfare Samiti) এর পক্ষ থেকে এই দুর্দান্ত নিয়োগের আয়োজন করা হবে।
পদের নাম:
মূলত অসংখ্য গ্রুপ-সি ও গ্রুপ- ডি (Group-C, Group-D) পদে কর্মী নিয়োগ করা হবে। আপনি যেকেনো যোগ্যতা অনুযায়ী এখানে আবেদন করতে পারেন।
নিচে পদ অনুযায়ী শূন্যপদ, শিক্ষাগত যোগ্যতা ও বেতনক্রমক দেওয়া হলো-
পদের নাম: Lab Technician
শূন্যপদ: 02
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আপনাকে যেকনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে। সঙ্গে অন্যান্য আরো কিছু কাজ সম্পর্কিত অভিজ্ঞতা থাকা দরকার।
বেতনক্রম: মাসে 25000 টাকা বেতন।
পদের নাম: Record Keeper
শূন্যপদ: 01
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে Computer Application এর ওপর একটি কোর্স করা থাকতে হবে।
বেতনক্রম: মাসে 10000 টাকা বেতন।
পদের নাম: Executive Assistant Quality Assurance
শূন্যপদ: 01
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে Computer Application এর ওপর একটি কোর্স করা থাকতে হবে। বিশেষ করে Computer এর MS Office এর কাজ জানা থাকতে হবে।
বেতনক্রম: মাসে 22000 টাকা বেতন।
পদের নাম: Staff Nurse
শূন্যপদ: 03
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিকের পর GNM করা থাকতে হবে।
বেতনক্রম: মাসে 25000 টাকা বেতন।
পদের নাম: Medical Social Worker
শূন্যপদ: 01
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো শাখায় স্নাতক পাশ করে থাকতে হবে। সঙ্গে Computer Application এর ওপর একটি কোর্স করা থাকতে হবে।
বেতনক্রম: মাসে 18000 টাকা বেতন।
পদের নাম: NRC Attendant
শূন্যপদ: 01
শিক্ষাগত যোগ্যতা: এই পদে আবেদন করতে আপনাকে যেকনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাশ করতে হবে।
বেতনক্রম: মাসে 5000 টাকা বেতন।
পদের নাম: Medical Officer
শূন্যপদ: 10
শিক্ষাগত যোগ্যতা: MBBS করা থাকতে হবে।
বেতনক্রম: মাসে 60000 টাকা বেতন।
পদের নাম: Counsellor
শূন্যপদ: 01
শিক্ষাগত যোগ্যতা: Psychology তে স্নাতক পাশ সঙ্গে কম্পিউটারে দক্ষ হতে হবে।
বেতনক্রম: মাসে 20000 টাকা বেতন।
প্রার্থীর বয়সসীমা:
গ্রুপ-সি ও গ্রুপ- ডি (Group-C, Group-D) এর এই চাকরিতে আবেদন করতে আপনার ন্যূনতম বয়স হতে হবে 18 বছর। এখানে সর্বোচ 40 বছরের প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিশেষ কয়েকটি পদের ক্ষেত্রে বয়সে কিছু কম বেশি আছে যা আপনারা অফিশিয়াল বিজ্ঞপ্তিতে দেখে নিতে পারেন।
আবেদন প্রক্রিয়া:
আপনি যদি গ্রুপ-সি ও গ্রুপ- ডি (Group-C, Group-D) এর এই চাকরিতে আবেদন করতে চান তবে অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন করে নিতে পারবেন।
Step-1: প্রথমে অফিশিয়াল নোটিফিকেশন টি ডাউনলোড করে ভালো করে পড়ে নিন।
Step-2: তারপর নিয়োগের Official Website এ গিয়ে আবেদনের রেজিস্ট্রেশন করে।
Step-3: নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা ইত্যাদি যাবতীয় তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিল আপ করুন।
Step-3: তারপর কিছু প্রয়োজনিয় ডকুমেন্ট আপলোড করুন।
Step-4: সবার শেষে আবেদন ফি জমা করে ফর্ম সাবমিট করে দিন।
আবেদন ফি:
General দের 100 টাকা দিতে হবে আবেদনের জন্য। এবং SC/ST/OBC দের 50 টাকা দিতে হবে আবেদন ফি বাবদ।
আবেদনের সময়সীমা:
গ্রুপ-সি ও গ্রুপ- ডি (Group-C, Group-D) এর চাকরির জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 24/03/2022 তারিখের মধ্যে।
প্রতিনিয়ত চাকরির নতুন নতুন পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এর সঙ্গে যুক্ত থাকুন।