প্রাইমারি টেট এ বার বার আসা গুরুত্তপূর্ণ প্রশ্নোত্তর। বিষয় – শিশু বিকাশ ও শিক্ষণবিদ্যা ১ | WB TET Preparation

প্রাথমিক টেট তথা প্রাইমারি টেট 2022 আর কয়েক দিনের অপেক্ষা মাত্র। এবার মোটামুটি অনেকেই এই টেট এ বসতে চলেছেন। প্রায় সবাই নিজ নিজ পদ্ধতি অনুসরণ করে জোর কদমে এই প্রাইমারি টেট এর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। সবার পড়ার পদ্ধতি ভিন্ন তবে উদ্যেশ্য একটাই – কম সময়ে সিলেবাস পড়ে শেষ করা। যাইহোক, আমাদের ওয়েবসাইট খবর সম্প্রীতি এর তরফ থেকে আমরা প্রাইমারি টেট এর চাকরি প্রার্থীদের জন্য প্রতিনিয়িত বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর তথা প্র্যাকটিস সেট এর আয়োজন করতে চলেছি। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান খুব ভালো ভাবে প্রিপারেশন নিয়ে নিতে। আজ শিশু বিকাশ তথা শিক্ষণবিদ্যা এর ওপর খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করা হয়েছে।

TET Preparation
প্রশ্ন -1. দ্বি উপাদান তত্ত্বের প্রবক্তা কে ছিলেন?
উত্তর: স্পিয়ারম্যান
প্রশ্ন -2. সক্রিয় অনুবর্তন তত্ত্বের প্রবর্তক কে?
উত্তর: স্কিনার
প্রশ্ন -3. কুকুরের ওপর কে গবেষণা করেছিলেন?
উত্তর: প্যাভলভ
প্রশ্ন -4. ‘Mentality of Apes’ গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?
উত্তর: 1925 সালে
প্রশ্ন -5. ‘ঝড়ঝঞ্ঝার কাল’ বলা হয় কোন কালকে?
উত্তর: কৈশোর কাল
প্রশ্ন -6. কোঠারি কমিশন কত সালে গঠিত হয়েছিল?
উত্তর: 1964 সালে 
প্রশ্ন -7. ‘কাসা দাই বামবিনি’ কে প্রতিষ্ঠা করেন?
উত্তর: মাদাম মন্তেসরি
প্রশ্ন -8. ‘I wish to psychologise education’ – এই উক্তিটি কার?
উত্তর: পেস্তালৎসি
প্রশ্ন -9. ‘The teacher teaches John Latin’ – উক্তিটি কার?
উত্তর: জন অ্যাডামস
প্রশ্ন -10. মনোবিজ্ঞানের ওপর ভিত্তি করে প্রথম শিক্ষাপদ্ধতি কে গড়ে তোলেন?
উত্তর: জোয়ান হার্বার্ট
প্রশ্ন -11. আধুনিক শিক্ষাব্যবস্থা কী কেন্দ্রিক?
উত্তর: শিশু কেন্দ্রিক
প্রশ্ন -12. প্রত্যভিজ্ঞা কথার অর্থ কী?
উত্তর: চিনে নেওয়া।
প্রশ্ন -13. ভারতে হাতের আঙুল সঞ্চালনমূলক পদ্ধতিকে কী বলে?
উত্তর: কারাপল্লবী
প্রশ্ন -14. CWSN এর পুরো কথাটি কী?
উত্তর: Children With Special Needs
প্রশ্ন -15. কোনো শিশুর শতকরা 75 ভাগ মস্তিষ্কের বিকাশ সম্পন্ন হয় কত বছরের মধ্যে?

উত্তর: দুই বছরের মধ্যে।


ভবিষ্যতে এবং সামনে প্রাইমারি টেট এর ওপর এরকম আরো অনেক গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট তথা প্রশ্ন উত্তর পেতে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।

OUR OFFICIAL WEBSITE: VISIT HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment