ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট থেকে রাজ্যের জেলায় জেলায় খাদ্য বিভাগে প্রচুর কর্মী নিয়োগ | West Bengal Govt Recruitment 2022

পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে আপনি কি দীর্ঘ দিন যাবৎ সরকারি চাকরির খোঁজে থেকে থেকে দিশেহারা হয়ে পড়েছেন কিংবা বেকার সমস্যায় জর্জরিত? তবে আপনি একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যের জেলায় জেলায় বিভিন্ন খাদ্য বিভাগে নেওয়া হচ্ছে প্রচুর সংখ্যক কর্মী। আপনি যদি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে একটি ভালো সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এর থেকে ভালো সুযোগ আর কিছুই হতে পারে না আপনার জন্য সরকারি চাকরি হাতের মুঠোয় করে নেওয়ার। পশ্চিমবঙ্গের প্রতিটি জেলা ও প্রান্ত থেকে রাজ্যের পুরুষ কিংবা মহিলা নির্বিশেষে যেকোনো প্রার্থী এখানে এই সরকারি চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিচে এই নিয়োগ তথা আবেদন এর বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, জানতে আমাদের সঙ্গে থাকুন।

WB Govt Job Recruitment 2022

নিয়োগকারী সংস্থা ও নিয়োগস্থান:
পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Govt of West Bengal) এর তত্ত্বাবধানে রাজ্যের ভূমি ও খাদ্য দপ্তরের অধীনে এই নিয়োগ সম্পন্ন হচ্ছে। রাজ্যের প্রতিটি জেলায় জেলায় করা হবে কর্মী নিয়োগ।
পদের নাম:
রাজ্যের এই দুর্দান্ত সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর মধ্য দিয়ে এই খাদ্য বিভাগে মূলত গ্রুপ সি বিভাগে কর্মী নিয়োগ (WB Group-C Recruitment 2022) করা হবে। এর মধ্যে বিশেষ করে ডাটা এন্ট্রি অপারেটর পদে কর্মী (WB DEO Recruitment 2022) করে হচ্ছে।
মোট শূন্যপদ:
রাজ্যের এই ফুড সাপ্লাই ডিপার্টমেন্ট এর নিয়োগ তথা ভূমি দপ্তরের নিয়োগে অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। দুই বিভাগ মিলিয়ে সর্বমোট 1200 শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে এখানে।
কোন্ কোন্ কাজে কর্মীদের নিযুক্ত করা হবে?
খাদ্য ও ভূমি দপ্তরের যাবতীয় নানান কাজের জন্যই এই সব দপ্তরে নেওয়া হচ্ছে কর্মী। ভূমি দপ্তরের নানান ভূমি তথা জমি বিষয়ক কাজ যেমন, জমির খতিয়ান ঠিক করা, জমি তথা প্লট মাপ করা, সার্টিফিকেট নথির কাজ ইত্যাদি কম্পিউটার বিষয়ক কাজের জন্য এবং খাদ্য বিভাগের বিভিন্ন কাজ যেমন, রেশন কার্ড প্রস্তুতকরণ, দুয়ারে রেশন ইত্যাদি নানান কাজের জন্য এখানে কর্মীদের নিয়োগ করা হবে।
ইতিমধ্যে রাজ্য সরকারের নির্দেশে রাজ্য খাদ্য ও ভূমি দপ্তরের অধীনে জেলায় জেলায় বিভিন্ন খাদ্য ও ভূমি বিষয়ক দপ্তরে নিয়োগের জন্য প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। কিছু দিনের মধ্যেই নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন জারি করে নিয়োগের জন্য আবেদনের কাজ শুরু হয়ে যাবে। ভবিষ্যতে এই নিয়োগের আরো আপডেট সবার আগে পেতে আমাদের ওয়েবসাইট KhoborSampriti.com এর সঙ্গে যুক্ত থাকুন।
MORE WB GOVT JOB: CLICK HERE

যেকোনো চাকরির আপডেট সবার আগে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment