বছরে পান সর্বোচ্চ 60,000 টাকা, রাজ্য সরকারের এই অনুদানে যেকোনো যোগ্যতায় আবেদন | West Bengal Government

রাজ্যজুড়ে সমস্ত পড়ুয়া কিংবা যারা পড়াশোনা করা অবস্থায় রাজ্যের বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য রয়েছে এক বিশেষ সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে রাজ্যের ছাত্রছাত্রী তথা পড়ুয়াদের বিভিন্ন স্কলারশিপ তথা অনুদান দিয়ে নানান সময়ে নানান ভাবে সহযোগিতা করা হয়ে থাকে। এই পর্যন্ত রাজ্য সরকারের পক্ষ থেকে যত গুলি স্কলারশিপ এর আয়োজন করা হয়েছে তাদের মধ্যে অন্যতম এটি। এর মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি ক্লাসে পড়া শিক্ষার্থীদের প্রতি বছর ভালো অঙ্কের টাকা অনুদান হিসেবে প্রদান করা হয়েছে। আজকে আমরা যেই স্কলারশিপ নিয়ে আলোচনা করতে চলেছি সেখানে একজন পড়ুয়া সর্বাধিক 60,000/- টাকা পেতে পারেন বছর। তবে আর দেরি না করে চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত খুঁটিনাটি।

Govt of West Bengal
আবেদনকারীর যোগ্যতা:
রাজ্য সরকারের এই নতুন স্কলারশিপ (WB Govt Scholarship 2022) এ যেকেউ আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে ন্যুনতম কিছু যোগ্যতা থাকা দরকার,
1. প্রথমত, আবেদনকারীকে রাজ্যের তথা পশ্চিমবঙ্গের যেকোনো জেলার একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
2. দ্বিতীয়ত, তাকে রাজ্যের যেকোনো একটি সরকারি কিংবা সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া হতে হবে।
3. এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষার্থীকে তার পূর্ববর্তী ক্লাসে অবশ্যই অন্তত 50% নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। 
4. এই স্কলারশিপ এর প্রধান দুটি ভাগ তথা Pre Matric কিংবা Post Matric এর জন্য জানাতে গেলে আপনার পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ বা কম হতে হবে।
5. Pre Matric এ আবেদনের ক্ষেত্রে মা অথবা বাবার ব্যাংক একাউন্ট দেওয়া যেতে পারে। অন্যদিকে, পোস্ট মেট্রিক এ আবেদন করতে হলে নিজস্ব অ্যাকাউন্ট নম্বর থাকা প্রয়োজন।
6. আবেদনের ক্ষেত্রে বাংলা শিক্ষা পোর্টাল এর ইউনিক আইডি থাকতে হবে। সেক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রদান করা হবে তাদের।
স্কলারশিপ এর প্রকার:
শ্রেণী তথা ক্লাস অনুযায়ী এই স্কলারশিপকে মোট 4 টি বিভাগে ভাগ করা হয়েছে। সেক্ষেত্রে ভাগ গুলি নিচে উল্লেখ করা হয়েছে।
1. প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী (Class I-X) পর্যন্ত ছাত্রছাত্রীদের জন্য প্রি ম্যাট্রিক স্কলারশিপ।
2. একাদশ শ্রেণী থেকে শুরু করে পিএইচডি পর্যন্ত পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ।
3. টেকনিক্যাল কিংবা প্রোফেশনাল কোর্সের শিক্ষার্থীদের জন্য মেরিট কাম মিন্স স্কলারশিপ।
4. এছাড়াও রয়েছে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ যেখানে যেকেউ আবেদন জানাতে পারেন।
স্কলারশিপ এ অনুদানের পরিমাণ:
এখানে ক্লাস তথা শ্রেণী অনুযায়ী স্কলারশিপ এর অনুদানের পরিমাণ বিভিন্ন হবে। নিচে ক্লাস অনুযায়ী এর বিবরন দেওয়া হয়েছে,
1. প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত বার্ষিক 1,100/- টাকা দেওয়া হবে পড়ুয়াদের।
2. ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পড়ুয়াদের বার্ষিক 5,500/- টাকা দেওয়া হবে। সেক্ষেত্রে যারা হোস্টেলে পড়াশোনা করছেন তাদের 11,000/- টাকা করে দেওয়া হবে।
3. একদশ থেকে দ্বাদশ শ্রেণীতে পড়া ছাত্রছাত্রীদের 10,200/- টাকা প্রদান করা হবে। সেক্ষেত্রে হোস্টেলে থেকে থাকলে তাদের 11,900/- টাকা করে দেওয়া হবে।
4. গ্র্যাজুয়েশন কিংবা পোস্ট গ্র্যাজুয়েশন করা পড়ুয়া যারা বিগত পরীক্ষায় 50 থেকে 60 শতাংশ নম্বর পেয়েছেন তারা পাবেন 6,600/- টাকা। 60 শতাংশের অধিক নম্বর পেলে অনুদান পাবেন 12,000/- থেকে 18,000/- তাক।
5. টেকনিক্যাল ও ভোকেশনাল কোর্স এ পাঠরত পড়ুয়ারা বার্ষিক 13,500/- টাকা পাবেন। সেক্ষেত্রে হোস্টেল পড়ুয়াদের 15,200/- টাকা করে দেওয়া হবে।
6. এম. ফিল এ পড়া পড়ুয়াদের বার্ষিক 5,000/- টাকা এবং পিএইচডি স্তরে পাঠরত পড়ুয়াদের বার্ষিক 8,000/- টাকা করে প্রদান করা হবে।
7. ডাক্তারি কিংবা ইঞ্জিনিয়ারিং এর মতো কোর্স পাঠরত পড়ুয়াদের বার্ষিক 27,500/- টাকা করে দেওয়া হবে যদি তারা বিগত পরীক্ষায় 50% থেকে 60% নম্বর পেয়ে থাকে।
8. অন্যদিকে, এরা যদি বিগত পরীক্ষায় 60% এর বেশি নম্বর পেয়ে থাকেন তারা বার্ষিক 60,000/- টাকা পাবেন।
স্কলারশিপে আবেদন প্রক্রিয়া:
রাজ্যে সরকারের এই স্কলারশিপ এ অন্যান্য সরকারি চাকরি (WB Govt Jobs 2022) এর মতই খুব সহজেই অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপগুলি অনুসরন করুন,
1. সবার প্রথমে অফিসিয়াল ওয়েবসাইট এ ভিজিট করবে। এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো।
2. সেখানে বেশ কয়েকটি অপশন থাকবে। সেক্ষেত্রে Student’s Area অপশন এ ক্লিক করে নেবেন।
3. আপনি নতুন তথা প্রথম বার আবেদন করলে সেক্ষেত্রে আপনাকে Fresh Registration 2022-2023 অপশনে ক্লিক করে নিতে হবে।
4. সেক্ষেত্রে একটি নতুন ফর্ম খুলে যাবে, সেটি নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে খুব ভালো করে পূরণ করে নিন।
5. নিজের নাম, জন্মতারিখ, শ্রেণী, মোবাইল নম্বর ইত্যাদি আরো নানান গুরুত্বপূর্ণ তথ্য দেবেন এখানে।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদনের কাজ সম্পন্ন হবে। আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে বের করে নিজস্ব শিক্ষা প্রতিষ্ঠানে জমা করবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
এখানে আবেদন জানাতে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. একটি ব্যাংক একাউন্ট এবং তার যাবতীয় তথ্য
2. নিজের আধার কার্ড
3. বিগত তথা পূর্ববর্তী পরীক্ষার মার্কশিট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. মাধ্যমিকের অ্যাডমিট যদি থাকে
6. বার্থ সার্টিফিকেট
OFFICIAL WEBSITE: CLICK HERE


APPLY ONLINE: CLICK HERE


ভবিষ্যতে এরকম স্কলারশিপ কিংবা নানান চাকরির আরো আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন।
TELEGRAM CHANNEL: JOIN HERE 


MORE NEWS: CLICK HERE

Leave a comment