বিদেশমন্ত্রক তথা মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। আপনি কি একজন চাকরিপ্রার্থী? দীর্ঘদিন ধরে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? এখানে অনায়াসে আবেদন জানাতে পারবেন আপনিও। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে, শীঘ্রই দেখে নিন।
নিয়োগকারী সংস্থা: Ministry of External Affairs তথা বিদেশ মন্ত্রকের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে।
পদ – কনসালট্যান্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 63 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
অন্যান্য যোগ্যতা: আবেদনকারী প্রার্থীকে একজন ভারতীয় নাগরিক হতে হবে। সেক্ষেত্রে পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হয়ে থাকলে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। অথবা, ইমেল এর মাধ্যমে অনলাইন এ আবেদন জমা করতে পারেন।
1. নিচে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের গুরুত্বপূর্ণ যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলুন।
3. এক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, জেন্ডার, শিক্ষাগত যোগ্যতা এবং ঠিকানা ইত্যাদি তথ্য দিন।
4. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি প্রদান করুন।
5. ফর্মের ওপরে ডানদিকে নিজের একটি পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন। ফর্মের নিচে ডানদিকে নিজের একটি সিগনেচার করে দিন।
6. সবার শেষে আবেদনপত্র একটি খামের ভেতর ভরে এটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।
7. অথবা, এই আবেদনপত্র ফটো/ স্ক্যান করে নির্দিষ্ট ইমেল ঠিকানাতে নির্দিষ্ট তারিখের মধ্যে পাঠিয়ে দিন।
আবেদনের সময়সীমা: আগামী 16 আগস্ট, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE