এমনিতেই করোনা -এর শিকার গোটা বাংলা, তার ওপর নানান দুর্যোগ লেগেই রয়েছে বাংলার বুকে। কখনও প্রবল বৃষ্টিপাত, কখনও আমফান এবং কখনও বা আরও কত কী! এবার কনকনে শীতে কাঁপতে চলেছে গোটা বাংলাবাসীর হাড়। আশঙ্কা করা হচ্ছে যে এবার বৃষ্টির সঙ্গী হয়ে বঙ্গে প্রবেশ করবে শীত সঙ্গে আবহাওয়ার পারদে চোখে পড়ার মতো পতন লক্ষ্য করা যাচ্ছে এখন থেকেই।
শীতের মাস শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই পারদের কিছুটা নিম্নগামী পতন বঙ্গবাসীর মনে আশঙ্কা সৃষ্টি করলেও এক অপ্রত্যাশিত ঘূর্ণাবর্ত বাংলায় শীত প্রবেশ করার পথে বাঁধা হয়ে দাঁড়ায়। এবং দিনের পর দিন বেড়েই চলছিল তাপমাত্রা। অবশেষে প্রতীক্ষার দিন শেষ। শুক্রবার থেকে বাংলায় তাপমাত্রায় ফের অধঃপতন লক্ষণীয়।
যদিও প্রথম দিকে ঘূর্ণাবর্ত -এর দরুন শীতে কিছুটা ভাটা পড়েছিল তবে বর্তমানে আবার বাংলায় জাঁকিয়ে বসতে চলেছে শীত যা মূলত বৃষ্টির হাত ধরেই প্রবেশ করবে বাংলায়, ঠিক এমনটাই আশঙ্কা করে আবহাওয়াবিদরা। এবং আগামী সোমবার থেকে বাংলার বিস্তীর্ণ এলাকা জুড়ে পড়তে চলেছে হাড় কাঁপানো শীত।