বিরাট খবর! সরকারি খাতায় নাম তুলে চুক্তভিত্তিক কর্মীদের সরাসরি বেতন দেবে রাজ্য সরকার


নিজস্ব সংবাদদাতা: সামনেই একুশের নির্বাচন। তার আগেই ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে নানান উন্নয়নমূলক কাজ। এবার রাজ্য সরকারের পক্ষ থেকে এক দুর্দান্ত খবর পাওয়া গেলো বাংলার চুক্তিভিত্তিক নানান তথ্য প্রযুক্তি কর্মীদের জন্য। এবার এদের সরাসরি অর্থ দপ্তর (Finance Department) -এর অধীনে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হতে চলেছে।



বাংলায় এজেন্সি অর্থাৎ নিয়োগ সংস্থা কর্তৃক নিয়োগ করা হয়েছিল চুক্তভিত্তিক কর্মীদের, যাদের সংখ্যা মোটামুটি ৫০ হাজারেরও বেশি। বেতন ব্যবস্থার ক্ষেত্রে এদের নানান ঝক্কি পোহাতে হয়েছে। বেতনের প্রায় কিছু অংশ গ্রহণ করতো এজেন্সি তথা নিয়োগ সংস্থা গুলি। এর ফলে কর্মীদের মধ্যে একপ্রকার নৈরাশ্য কাজ করতো। ফলে রাজ্য সরকার ঠিক করেছে যে, এবার থেকে বেতন সরাসরি তুলে দেওয়া হবে কর্মীদের হাতে। এর ফলে এজেন্সি দেরকে আলাদা করে আর বেতন দেওয়ার ঝামেলা থাকছে না। এর ফলে এজেন্সি দের আগে যে টাকা কোনো বিশেষ কারণ ছাড়াই দেওয়া হতো সেই অতিরিক্ত টাকা কর্মীদের বেতনের সঙ্গে যুক্ত হওয়ার ফলে অনেকটাই লাভবান হবেন রাজ্যের চুক্তিভিত্তিক কর্মীরা।


ইতিমধ্যে নবন্নর পক্ষ থেকে এমন সিদ্ধান্ত গ্রহণ করেছেন রাজ্য সরকার এবং তা মেনে অর্থ দপ্তর এক নির্দেশিকা জারি করেছেন সেখানে বলা হয়েছে যে বাংলার তথ্যপ্রযুক্তি কর্মীদের অতিশীঘ্রই রাজ্য সরকারের কাছে পাঠাতে হবে তাদের বায়ো ডাটা। এই কাজের মধ্য দিয়ে সরকারি খাতায় তাদের নাম থাকবে যার ফলে এদের চকারীর ভবিষ্যৎ অনেকটাই সুনিশ্চিত হবে বলে খুশির পরিবেশ সৃষ্টি হয়েছে রাজ্যের চুক্তভিত্তিক কর্মীদের মধ্যে।

Leave a comment