বিরাট সুখবর! রাজ্যে শুরু হলো টেটের ইন্টারভিউ প্রক্রিয়া, অবশেষে নিয়োগ | WB Primary TET Interview 2022

খুব ভালো এক সুখবর পশ্চিমবঙ্গের টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের জন্য। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে রাজ্যে হতে চলেছে টেট এর ইন্টারভিউ। বিভিন্ন জেলা অনুযায়ী ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে উত্তীর্ণ প্রার্থীদের। মূলত 2017 এর টেট পরীক্ষায় যারা পাশ করেছেন কিংবা আগের টেট এ যারা পাশ করেছিলেন তারাই এখানে ইন্টারভিউয়ের জন্য আবেদন জানাতে পারবেন। 

WB TET Interview 2022

উল্লেখ্য, 2017 এর টেট পরীক্ষা নেওয়া হয়েছিল এর বিজ্ঞপ্তি 2017 সালে প্রকাশ পাওয়ার বহু বছর পরে অর্থাৎ 2021 সালের 31 জানুয়ারি তে। এবং এর ফলাফল তথা রেজাল্ট প্রকাশ নিয়েও কম টালবাহানা করা হয়নি। এর রেজাল্ট প্রকাশ করা হয় পরীক্ষা হয়ে যাওয়ার আরো প্রায় এক বছর পরে অর্থাৎ 2022 সালের 10 জানুয়ারিতে। এই ফলাফল প্রকাশ পাওয়ার পর ফের ইন্টারভিউ নিয়ে উদাসীন থেকেছে প্রাইমারি পর্ষদ।
যাইহোক, আজ 11 মাস পরে অবশেষে রাজ্যে টেট পাশ প্রার্থীদের জন্য ইন্টারভিউয়ের নোটিশ দেওয়া হয়েছে। এখানে বেশ কয়েকটি বিষয় জেনে নিতে হবে।
1. প্রাইমারি টেট ইন্টারভিউ (WB Primary TET Interview 2022) শুধু তাদের জন্যই যারা এযাবৎ টেট এ পাশ করছেন।
2. এক্ষেত্রে 2017 এর টেট পাশ প্রার্থীরা এখানে ইন্টারভিউয়ের জন্য আবেদন জানিয়েছিলেন সঙ্গে 2014 কিংবা এর পূর্ববর্তী টেট এ যারা পাশ করে আবেদন জানিয়েছিলেন তারা অংশগ্রহণ করতে পারবেন।
3. সব থেকে গুরুত্বপূর্ণ ব্যাপার হলো, এবার ইন্টারভিউ নেওয়া হচ্ছে জেলা অনুযায়ী।
4. অর্থাৎ, এক্ষেত্রে আজ 21 ডিসেম্বর, 2022 তারিখে কলকাতা ডিস্ট্রিক্ট তথা জেলার জন্য ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হয়েছে।
5. এখানে বলা দরকার যে, যারা আবেদন করার সময় কলকাতা ডিস্ট্রিক্ট নির্বাচন করছিলেন কেবলমাত্র তাদের নামেরই লিস্ট প্রকাশ করা হয়েছে আজ।
6. এরপর একে একে রাজ্যের অন্যান্য সব জেলার লিস্ট প্রকাশ করে হবে বিজ্ঞপ্তি আকারে।
7. এই কোলকাতা ডিস্ট্রিক্ট এর উত্তীর্ণ প্রার্থীদের আগামী 27/12/2022 তারিখে ইন্টারভিউ এর জন্য ডেকে নেওয়া হবে।
8. আজ মূলত ফার্স্ট ফেজ ইন্টারভিউয়ের লিস্ট প্রকাশ পেয়েছে। এক্ষেত্রে ইমেলের মাধ্যমে ইন্টারভিউয়ের কল লেটার তথা অ্যাডমিট কার্ড পাঠিয়ে দেওয়া হবে।
9. কিংবা প্রাইমারি বোর্ড এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন।
10. এবার প্রার্থীদের ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিও গ্রাফের মাধ্যমে রেকর্ড করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
11. সব থেকে বড় কথা হলো এবার ইন্টারভিউয়ের মেরিট করা হবে সেন্ট্রালি তথা পুরো রাজ্যের সবার মেরিট এর ভিত্তিতে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: ইন্টারভিউ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. TET এর অ্যাডমিট কার্ড
2. টেট পাশ করার প্রমাণপত্র হিসেবে ডাউনলোড করা ডকুমেন্ট
3. বয়সের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট
4. মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. উচ্চ মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
6. 2 বছর D.EL.ED কোর্স কিংবা B.ED কোর্সের মার্কশিট এবং সার্টিফিকেট
7. স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট এবং সার্টিফিকেট যদি থাকে
8. কাস্ট সার্টিফিকেট (SC/ST/OBC) যদি থাকে
9. PH সার্টিফিকেট যদি থাকে
10. Exempted Category এর সার্টিফিকেট যদি থাকে
11. Ex Servicemen সার্টিফিকেট যদি থাকে
12. ফার্স্ট এনগেজমেন্ট লেটার যেখানে প্রযোজ্য
13. পার্শ্ব শিক্ষক তথা Para Teacher দের এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
14. কো কারিকুলার সম্পর্কিত ডকুমেন্ট তথা সার্টিফিকেট যদি থাকে
15. বৈধ ভোটার কার্ড অথবা আধার কার্ড
16. সেলফ অ্যাটেস্টেড করে এক কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো।
আরো বিস্তারিত জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তি তথা নোটিফিকেশন এর ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে। সঙ্গে অফিসিয়াল ওয়েবসাইট এর লিঙ্ক দেওয়া হয়েছে, ভিজিট করতে পারেন।
TET INTERVIEW 2022 OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB UPDATES: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment