বিশ্বভারতী শান্তিনিকেতনে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন 50,000 টাকা | WB Job Recruitment 2022

বিশ্বভারতী তথা শান্তিনিকেতন সম্পর্কে কে অবগত নন? পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বোলপুর শহরে অবস্থিত বিখ্যাত আশ্রম তথা শিক্ষাকেন্দ্র এই শান্তিনিকেতন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এখানে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় গড়ে তোলেন। এবার এখানে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। এখানে মূলত গেস্ট ফ্যাকাল্টি পদে করা হবে নিয়োগ। মাসে থাকছে উচ্চ বেতন। সব থেকে বড় কথা হলো, কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না এখানে। প্রার্থীদের সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে নিযুক্ত করা হবে।

WB Govt Jobs 2022
আবেদন পদ্ধতি: আগের থেকে কোনো রকম আবেদন জানাতে হবে না। সরাসরি নিম্নলিখিত কয়েকটি ধাপে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করুন,
1. সবার প্রথমে নিজের হাতে একটি আবেদনপত্র তথা BIO DATA বানিয়ে ফেলুন নিজের সকল প্রকার তথ্য দিয়ে
2. সেক্ষেত্রে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে এই অ্যাপ্লিকেশন ফর্ম পূরণ করে নিন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর সঙ্গে ইমেল আইডি দেবেন।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে সঙ্গে রাখবেন। সঙ্গে অরিজিনাল কপি রাখবেন ডকুমেন্ট এর।
6. সবার শেষে এগুলি নিয়ে একেবারে ইন্টারভিউয়ের কেন্দ্রে পৌঁছে গিয়ে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করুন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
5. নিজের কাস্ট সার্টিফিকেট ও ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
পদের নাম: এখানে মূলত গেস্ট ফ্যাকাল্টি পদে নেওয়া হবে কর্মী। নিচে শিক্ষাগত যোগ্যতা, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া ইত্যাদি দেওয়া হয়েছে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে এমএ কিংবা পিএইচডি করা থাকতে হবে। আরো বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হবে এখানে। নিয়োগের সঙ্গে সঙ্গে মাসিক সর্বনিম্ন বেতন 50,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
নিয়োগ প্রক্রিয়া: আগেই বলা হয়েছে যে, নিয়োগের ক্ষেত্রে কোনো পরীক্ষা নেওয়া হচ্ছে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে করা হবে নিয়োগ। 
সেক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করার পর পরই প্রার্থীদের ইন্টারভিউয়ের জন্য ডেকে সেখানে তাদের সাধারণ প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। তারপর যোগ্য প্রার্থী বেছে সরাসরি কর্মী পদে নিয়োগ করা হবে।
ইন্টারভিউয়ের তারিখ ও স্থান: আগামী 21/11/2022 তারিখে ইন্টারভিউ সংঘটিত হচ্ছে। সেক্ষেত্রে নিম্নলিখিত ঠিকানায় ইন্টারভিউ সংঘটিত হবে। Office of the Adhyaksha, Bhasha-Bhavana, Visva Bharati, Santiniketan, West Bengal
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment