যেসকল চাকরি প্রার্থীরা দীর্ঘদিন ধরে ভালো চাকরির খোঁজে রয়েছেন এবং চাকরির আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তারা একদম সঠিক জায়গায় এসেছেন। এবার ব্যাংক নোট প্রেসে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। একই সঙ্গে বিভিন্ন ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। সঙ্গে মাসিক উচ্চ হারে বেতন। বিস্তারিত বিবরণ নিম্নরূপ, জানতে সঙ্গে থাকুন।
পদের নাম: একই সঙ্গে বেশ কয়েক ধরনের পদে কর্মী নিয়োগ করা হবে। পদ গুলির নাম নিচে উল্লেখ করা হয়েছে।
Supervisor
Junior Office Assistant
Junior Technician
এইসব পদের অধীনে আরো বিভিন্ন পদে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত অফিসিয়াল নোটিফিকেশনে দেওয়া থাকবে।
প্রার্থীর বয়সসীমা: Supervisor লেভেলের পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর, Junior Office Assistant পদের ক্ষেত্রে 28 বছর এবং Junior Technician লেভেলের পদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 25 বছর।
মাসিক বেতন: Supervisor পদের ক্ষেত্রে মাসিক বেতন Rs.27600 – 95910/- টাকা। Junior Office Assistant পদের ক্ষেত্রে বেতন Rs.21540 – 77160/- টাকা। এবং Junior Technician পদের ক্ষেত্রে বেতন Rs.18780 – 67390/- টাকা।
শিক্ষাগত যোগ্যতা: প্রতিটি পদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতার বিস্তারিত বিবরণ জেনে নিতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন এবং ফর্ম ফিলাপ করে নিন।
আবেদনের সময়সীমা: আগামী 21/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর লিংক দেওয়া হয়েছে, ডাউনলোড করে বিস্তারিত জেনে নিন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE