রাজ্যে এক নতুন নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার রাজ্যে জেলা লেভেলে বিভিন্ন ব্লকের অধীনে গ্রাম পঞ্চায়েতে কর্মী নেওয়া হচ্ছে। সেক্ষেত্রে এখানে গ্রাম রোজগার সহায়ক তথা GRS এবং VLE পদে নেওয়া হবে কর্মী। নিয়োগের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হলো, এখানে শুধুমাত্র মাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
পদের নাম – ভিলেজ লেভেল এন্ট্রেপ্রেনিউর
শিক্ষাগত যোগ্যতা: ভিলেজ লেভেল এন্ট্রেপ্রেনিউর তথা VLE পদে আবেদন জানতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে এক্ষেত্রেও কম্পিউটার কোর্স করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও আবেদন জানাতে গেলে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন – 10,000/- টাকা
পদের নাম – গ্রাম রোজগার সহায়ক
শিক্ষাগত যোগ্যতা: গ্রাম রোজগার সহায়ক তথা GRS পদে আবেদন জানাতে চাইলে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে কমপক্ষে 55% নম্বর সহ পাশ করা প্রার্থীরা নিয়োগে আবেদনের জন্য অগ্রাধিকার পেয়েছেন।
অথবা, আপনি যদি ভোকেশনাল কোর্স করে থাকেন যেকোনো স্বীকৃত সংস্থা থেকে তবুও এখানে আবেদন জানাতে পারেন।
যাইহোক, এর পাশাপশি আপনাকে যেকোনো স্বীকৃত ক্ষেত্র থেকে অন্তত ছয় মাসের কম্পিউটার কোর্স করে থাকতে হবে এখানে আবেদন জানাতে চাইলে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়স হলেই প্রার্থীরা এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন – 12,000/- টাকা
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ধাপ অনুসরন করে আবেদনপত্র পাঠিয়ে দিন।
1. নিচে নিয়োগের অফিসিয়াল আবেদনপত্র তথা বায়ো ডেটা ফরম্যাট দেওয়া হলো, সেটি ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, ঠিকানা, জেন্ডার, বয়স ইত্যাদি দিতে হবে।
3. সঙ্গে নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে দিন ফর্মে।
4. তারপর নিজের সিগনেচার করে যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স ও সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে জুড়ে দিন।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র
3. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. কম্পিউটার কোর্স এর সার্টিফিকেট
আবেদনের সময়সীমা: আগামী 19 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিজে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, সেখানেই নিয়োগের আবেদনপত্র (BIO DATA FORMAT) এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা পেয়ে যাবেন।
OFFICIAL NOTIFICATION/ BIO DATA FORMAT : CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE