ভাগ্য খুলবে প্রাইমারি চাকরি প্রার্থীদের! দীর্ঘ জল্পনার অবসানে হতে চলেছে শিক্ষক নিয়োগ
হতে চলেছে দীর্ঘ জল্পনার অবসান। এবার নিয়োগ হতে চলেছে প্রাইমারি শিক্ষক। সুদীর্ঘ সাত বছর ধরে ক্রমাগত তীর্থের কাকের ন্যায় প্রতীক্ষার পর এবার সুফল পাবে আপার প্রাইমারি চাকরিপ্রার্থীরা। এর আগেও অবশ্য নিয়োগ হওয়ার কথা থাকলেও হতে হতে আটকে গিয়েছিল এই নিয়োগ প্রক্রিয়া বিভিন্ন আইনি জটিলতার দরুন। পূর্বে ইন্টারভিউ হলেও নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে দুর্নীতি দেখা যায় চোখে পড়ার মত।
এবার একুশের বিধানসভা নির্বাচনে এর প্রাক্কালে সরকার পক্ষ নিয়োগের নানান প্রতিশ্রুতি দিয়েছিলেন যা মোটামুটি এক প্রকার চমক ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু ভোটের ঠিক পরমুহুর্তে চাকরি প্রার্থীদের হতাশা এবং সরকার এর প্রতি এক বিরূপ মনোভাব সরকারকে বাধ্য করেছে নিয়োগ করতে।
কমিশন থেকে সূত্র মারফত এক খবর অনুযায়ী আগামী ১৮ জুন আপার এর ইন্টারভিউ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জারি করা হবে। সূত্র মারফত এও জানা গিয়েছে যে মোট ২০ থেকে ২৫ হাজার প্রার্থীদের নিয়ে প্রায় সাড়ে তিনশোর বেশি লিস্ট প্রকাশ পাবে। এবং সরকার তথা এসএসসি অতি সত্বর সম্পূর্ণ করবে এই নিয়োগ প্রক্রিয়া পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী।