ভারতীয় ডাক বিভাগে অঢেল নিয়োগের বিজ্ঞপ্তি জারি, বেতন আকাশ ছোঁয়া! 44,900 থেকে 1,42,400
সমগ্র দেশে যখন বেকার সমস্যা তুঙ্গে, যুবক যুবতীরা হাহাকার করছে সরকারি চাকরির খোঁজে ঠিক তখনই এক সুন্দর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করলো ভারতীয় ডাক বিভাগ। সূত্র মারফত জানা গিয়েছে যে, নিয়োগ হবে মূলত ডাক বিভাগের ইন্সপেক্টর পদে।
নিম্নে বিস্তারিত দেওয়া হলো
নিয়োগকারী সংস্থা: ভারতীয় ডাক বিভাগ -এর তত্ত্বাবধানে SSC CGL -এর মাধ্যমে হবে নিয়োগ।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে অবশ্যই কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়স: আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 18 থেকে 30 বছর বয়সের মধ্যে।
এক্ষেত্রে, OBC প্রার্থীদের বয়সে 3 বছর, SC ও ST দের 5 বছর, PWD সঙ্গে General দের 10 বছর, PWD সঙ্গে OBC দের 13 বছর এবং PWD সঙ্গে SC বা ST দের বয়সের ক্ষেত্রে 15 বছরের ছাড় থাকবে।
জাতীয়তা ও চাকরি ক্ষেত্র: চাকরি প্রার্থীকে অবশ্যই ভারতীয় হতে হবে। পোস্টাল ইন্সপেক্টর পদে চাকরি পাওয়ার পরে ইন্সপেক্টর দের ভারতের যেকোনো জায়গায় বদলি করা হতে পারে। মূলত দেশের মোট 23টি পোস্টাল সার্কেল এর মধ্যে থাকবে তাদের চাকরি ক্ষেত্র।
বেতন: বেতন মূলত আকাশ ছোঁয়া। চাকরিতে নিয়োগ হওয়ার সঙ্গে সঙ্গে 44,900 টাকা মূল বেতনের সঙ্গে দেওয়া হবে 4,600 টাকার গ্রেড পে। মূলত সব মিলিয়ে প্রথমে তারা বেতন পাবে 50,000 টাকার মধ্যে। এবং মূল বেতন হবে 44,900 থেকে 1,42,400 টাকার মধ্যে।