চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যে চুক্তিভিত্তিক কর্মী নিয়োগের জন্য জারি হলো বিজ্ঞপ্তি। মূলত ১০০ দিনের কাজ তত্ত্বাবধানের জন্য ও দেখাশোনার কাজে নিয়োগ করা হবে কর্মী। আগ্রহী প্রার্থীদের আবেদনের জন্য বিশেষ আহ্বান জানানো হচ্ছে। MGNREGA প্রকল্পের অধীনে মূলত নিয়োগ করা হবে এদের।
পদের নাম: গ্রাম রোজগার সহায়ক
বেতন: আপাতত প্রতিমাসে ১২,০০০ টাকা। এবং ট্রেনিং শেষে আরও ৫০০ টাকা বেশি করে দেওয়া হবে প্রতি মাস হিসেবে।
বয়সসীমা: চাকরিপ্রার্থীদের বয়স অবশ্যই ১৮ থেকে ৩৫ বছরের মধ্যে হতে হবে। এবং বয়স গণনা করা হবে ২৫/১১/ ২০২০ তারিখের হিসেবে। SC/ST দের বয়সে ৫ বছরের এবং OBC দের জন্য ৩ বছরের ছাড় থাকবে।
স্থান: পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মুরারাই ১ নং এলাকা।
শিক্ষাগত যোগ্যতা: উচ্চমাধ্যমিক বিজ্ঞান বিভাগে অন্তত ৫৫% নম্বরে পাশ। সঙ্গে গণিত এবং পদার্থবিদ্যা বিষয় পড়ে থাকতে হবে।
অথবা, ভোকেশনাল উচ্চমাধ্যমিক পাশ করলেও হবে। কিন্তু গণিত এবং পদার্থবিদ্যা থাকতে হবে।
অথবা, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্সে যারা অন্তত ৫৫% নম্বর নিয়ে পাশ করেছে তারাও আবেদনের যোগ্য।
সঙ্গে প্রতি ক্ষেত্রে ৬ মাসের কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট থাকতে হবে।
আবেদনকারীকে অবশ্যই বীরভূম জেলার মুরারাই ১ নং ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে।
আবেদন পদ্ধতি: মূলত অফলাইনের মাধ্যমে করতে হবে এই আবেদন। আবেদনপত্র পূরণ করে সমস্ত ডকুমেন্ট তার সঙ্গে সংযুক্ত করে একটি খামের মধ্যে ভরে তা পাঠাতে হবে নির্দিষ্ট ঠিকানায় নির্দিষ্ট সময়ের মধ্যে। খামের উপর যেটি লিখতে হবে: “APPLICATION FOR THE POST OF GRAM ROJGAR SAHAYAK for Rajgram GP Under Murarai-1 Development Block”. স্পীড পোস্ট/ অর্ডিনারি পোস্ট/ রেজিস্টার্ড পোস্ট -এর মাধ্যমে পাঠালেই হবে।
প্রয়োজনীয় ডকুমেন্টস: অ্যাকাডেমিক ডকুমেন্টস তথা শিক্ষাগত যোগ্যতার মার্কশিট ও সার্টিফিকেট “Self Attested” সহ।
রেসিডেনসিয়াল সার্টিফিকেট পঞ্চায়েত প্রধান/ MLA / MP -এর সিগনেচার সহ।
কম্পিউটার ট্রেনিং এর সার্টিফিকেট।
বয়সের প্রমাণ পত্র( মাধ্যমিকের অ্যাডমিট/ মার্কশিট/ সার্টিফিকেট)
আবেদনের শেষ তারিখ/ আবেদন পত্র পাঠানোর শেষ তারিখ: ২৩/১১/২০২০
আবেদনপত্র ডাউনলোড করার লিংক: http://birbhum.gov.in/Jobs/Mrr1_J_06112020.pdf
অফিশিয়াল ওয়েবসাইট: http://birbhum.gov.in