মাধ্যমিক- উচ্চমাধ্যমিক পাশে রাজ্যে প্রচুর UDC, MTS ও Stenographer পদে নিয়োগ | ESIC Recruitment 2022 West Bengal

রাজ্যে বিভিন্ন গ্রুপ-সি পদে অসংখ্য কর্মী নিয়োগ করা হবে। মোট 3847 টি পদে নিয়োগ করা হবে কর্মী। EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION (ESIC) এর পক্ষ থেকে সারা দেশের নানান রাজ্যে হবে এই নিয়োগ। এবং এর মধ্যে রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্যও। মাধ্যমিক, উচ্চমাধ্যমিক এবং স্নাতক যেকোনো যোগ্যতা থাকলেই আপনি আবেদনের যোগ্য। শুধুমাত্র অনলাইনের মাধ্যমে রাজ্যের যেকোনো স্থান থেকে নারী-পুরুষ নির্বিশেষে সবাই আবেদন করতে পারবে। নিচে আবেদন সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো। নিচে শুধুমাত্র পশ্চিমবঙ্গ রাজ্য সম্পর্কে আলোচনা করা হলো।

job aspirant

নিয়োগকারী সংস্থা: কর্মচারী রাজ্য বীমা নিগম তথা EMPLOYEES’ STATE INSURANCE CORPORATION (ESIC) এর কলকতা আঞ্চলিক কার্যালয়ের পক্ষ থেকে রাজ্যে করা হবে নিয়োগ।


পদের নাম: প্রধান 3 প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে- 

  1. Upper Division Clerk (UDC)
  2. Stenographer
  3. Multi Tasking Staff (MTS) 

শূন্যপদের সংখ্যা: রাজ্যে মোট 320 টি শূন্যপদে নিয়োগ করা হবে। নিচে পদের নাম অনুযায়ী শূন্যপদ দেওয়া হলো-

  • Upper Division Clerk (UDC)- 113
  • Stenographer- 04
  • Multi Tasking Staff (MTS)- 203



শিক্ষাগত যোগ্যতা: 
  • Upper Division Clerk (UDC)- স্নাতক পাশ (Graduate) হতে হবে।
  • Stenographer- উচ্চমাধ্যমিক পাশ হতে হবে।
  • Multi Tasking Staff (MTS)- মাধ্যমিক পাশ হতে হবে।

বয়সসীমা: 
  • UDC & Steno.- 18 থেকে 27 বছর
  • MTS- 18 থেকে 25 বছর

বেতনক্রম: 
  • UDC & Steno.- 25500-81100/- প্রতি মাসে 
  • MTS- 18000-56900/- প্রতি মাসে 

আবেদন প্রক্রিয়া: ESIC এর Official Website এ গিয়ে শুধুমাত্র Online এর মাধ্যমে আবেদন করতে হবে।


আবেদন ফি: 
  • SC/ST/PWD/Departmental Candidates/Female Candidates/Ex Servicemen- 250 টাকা 
  • Gen and Other Categories- 500 টাকা 



নিয়োগ প্রক্রিয়া: বিভিন্ন ধাপে হবে প্রার্থী বাছাই-
  • Preliminary
  • Mains
  • Skill Test
  • Interview


আবেদনের সময়সীমা: আগামী 15/01/2022 থেকে 15/02/2022 এর মধ্যে আবেদন করতে হবে। 






To Visit Official Website: www.esic.nic.in


More Job News: Click Here 
 
To Get More Job Notification Join Our Telegram Channel: Click Here To Join

Read More: রাজ্যের সাব ডিভিশনে ব্লকে ব্লকে আশা কর্মী নিয়োগ, আশা কর্মী নিয়োগ 2022 last date-31/01/2022

Leave a comment