অনেকেরই স্বপ্ন থাকে এয়ারপোর্টে চাকরি করার। অনেকেই মনে করেন যে, এয়ারপোর্টে কাজ করার জন্য খুবই উচ্চ শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার। তবে এই এয়ারপোর্টে বিভিন্ন ধরনের কাজ ও চাকরি রয়েছে যেখানে খুব সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির জন্য আবেদন করা যায়। আপনি যদি ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে এয়ারপোর্টে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
পদের নাম: এয়ারপোর্টের এই নিয়োগে ট্রলি রিট্রিভার পদে কর্মী নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: ন্যুনতম 18 বছর বয়সের প্রার্থীরা চাকরিতে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। এবং সর্বোচ্চ 27 বছর বয়সের প্রার্থীরা চাকরিতে আবেদন জানাতে পারবেন।
রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে। SC/ST প্রার্থীদের বয়সে 5 বছরের এবং OBC প্রার্থীদের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে কর্মীদের। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 21,300/- টাকা।
আবেদন পদ্ধতি: নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করুন, এর লিঙ্ক নিচেই দেওয়া হয়েছে।
1. তারপর ক্যারিয়ার অপশনে ক্লিক করুন এবং নিজের যাবতীয় তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করুন।
2. অনলাইন ফর্ম ফিলাপ এর সময় নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
3. নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, ক্যাটাগরি ইত্যাদি তথ্য দিয়ে ফর্ম পূরণ করুন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি এক এক করে আপলোড করুন।
5. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করে আবেদনের কাজ সম্পন্ন করে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
আবেদনের সময়সীমা: আগামী 31/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। নিচে অফিসিয়াল নোটিফিকেশন ও অন্যান্য লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE