মাধ্যমিক পাশে কোনো রকম পরীক্ষা ছাড়াই গ্রামীণ সম্পদ কর্মী (VRP) -তে নিয়োগ প্রচুর। সর্বনিম্ন বেতন: 12,240 টাকা মাসে

নিজস্ব প্রতিবেদন: করোনা আবহে একদিকে যেমন পুরো টালমাটাল রাজ্যের অর্থনৈতিক অবস্থা এবং দুর্বার গতিতে বেড়ে চলেছে বেকার সমস্যা, ঠিক তখনই অন্যদিকে জারি হলো এক বিরাট নিয়োগের বিজ্ঞপ্তি।

রাজ্যের পশ্চিম বর্ধমান জেলার বারবনি , রানীগঞ্জ , জামুড়িয়া ব্লকে মাধ্যমিক পাস যােগ্যতায় অঢেল গ্রাম সম্পদ কর্মী(VRP) নিয়ােগ । এবং আবেদন কারীকে অবশ্যই সেই সব ব্লকের স্থায়ীবাসিন্দাই হতে হবে । অন্য ব্লকের বাসিন্দারা আবেদন করতে পারবেন না ।
১. পদের নাম: গ্রামীণ সম্পদ কর্মী বা Village Resource Person (VRP)
২.কর্মস্থল: পশ্চিম বর্ধমান জেলার বারবনি , রানীগঞ্জ , জামুড়িয়া ব্লকের বিভিন্ন গ্রামে পঞ্চায়েত।
৩.আবেদন করার শেষ তারিখ: 16/09/2020 
৪.আবেদনের ফি: কোনাে ফি দিতে হবেনা ।
৫.বয়স: কমপক্ষে ১৮ বছর হতে হবে।
৬.শূন্যপদ: জানানাে হয়নি
৭.শিক্ষাগত যােগ্যতা: আবেদন কারীকে অবশ্যই মাধ্যমিক পাশ করতে হবে। এবং তাকে কোনাে স্বনির্ভর গােষ্ঠীর সদস্য হতে হবে । যদি জব কার্ড থাকে তবে খুব ভালো, তাহলে অগ্রাধিকার পাবেন , তবে যদি নাও থাকে তবুও আবেদন করতে পারবেন । যদি আপনি গ্রাম পঞ্চায়েতের কর্মী , সদস্য বা সুপারভাইজার হন , তাহলে আবেদন করতে পারবেন না ।
এবং মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে ।
৮.বেতন: দৈনিক 408 টাকা। অর্থাৎ মাসে গড়ে দেওয়া হবে 12,240 টাকা।

৯. আবেদন করার পদ্ধতি:
নিচের দেওয়া লিঙ্ক থেকে আবেদন পত্রটি সংগ্রহ করুন । সেটি ফিলাপ করে সঙ্গে যেগুলি নথিপত্র বা ডকুমেন্ট দেবেন:
শিক্ষাগত যােগ্যতার প্রমান পত্র

বয়সের প্রমান পত্র ও ঠিকানার প্রমান পত্র

 স্বনির্ভর গােষ্ঠীর সদস্য হওয়ার প্রমান পত্র

 জব কার্ড থাকলে তার জেরক্স কপি

অভিজ্ঞতা থাকলে তার প্রমাণের জেরক্স কপি

 কাস্ট সার্টিফিকেট থাকলে তার জেরক্স কপি
এই সব কিছু দিয়ে নিচের ঠিকানায় অফিসের সামনে রাখা ড্রপ বক্সে জমা করুন ।
 ঠিকানাটি হলাে: জেলা সামাজিক নিরীক্ষা দপ্তর , জেলা পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন বিভাগ , পশ্চিমবঙ্গ সরকার , পশ্চিম বর্ধমান  জেলা ।

Leave a comment