চাকরি প্রার্থীদের জন্য বিরাট নিয়োগের সুখবর। এবার রেল বিভাগের তরফে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে যেসকল চাকরি প্রার্থী শুধুমাত্র মাধ্যমিক পাশ করেছেন এবং রেল দপ্তরে চাকরি করতে ইচ্ছুক তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। এখানে একই সঙ্গে বেশ কয়েক ধরনের গ্রুপ ডি লেভেলের পদে কর্মী নিয়োগ করা হবে। আসুন তবে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: রেল বিভাগের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে এখানে বিভিন্ন গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হবে কর্মী। যেমন,
Wireman
Electronic Mechanic
Diesel Mechanic
Uphoisterer
Machinist
Turner
Fitter
Dental Laboratory Technician
Hospital Waste Management Technician
Health Sanitary Inspector
Gas Cutter
Cable Jointer
Secretarial Practice
Carpenter
Welder
COPA
Electrician
Stenographer (English)/ Secretarial Assistant
Stenographer (Hindi)
Plumber
Painter
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন এর ক্ষেত্রে আপনাকে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে আইটিআই করা থাকলে এখানে আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: নিয়োগে আবেদনের ক্ষেত্রে আবেদনকারী প্রার্থীর বয়স হতে হবে 15-24 বছর বয়সের মধ্যে। সেক্ষেত্রে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন এখানে। সেক্ষেত্রে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে অনলাইনের মাধ্যমে রেজিস্ট্রেশন ও ফর্ম ফিলাপ করে নিন।
1. অনলাইন রেজিস্ট্রেশন এর ক্ষেত্রে অবশ্যই নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি সঙ্গে রাখবেন।
2. নিজের নাম, বয়স, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কাস্ট ক্যাটাগরি ইত্যাদি বিভিন্ন তথ্য দিয়ে অনলাইন ফর্ম ফিলাপ করুন।
3. যাবতীয় বিভিন্ন ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
4. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
4. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
5. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
আবেদনের সময়সীমা: আগামী 08/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ও অন্যান্য লিঙ্ক দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE