চাকরিপ্রার্থীদের জন্য বিশেষ সুখবর! Railway Recruitment Cell এর তত্ত্বাবধানে পশ্চিম মধ্য রেলে (West Central Railway) জারি হলো নিয়োগের বিজ্ঞপ্তি। ন্যুনতম মাধ্যমিক পাস যোগ্যতায় নারী কিংবা পুরুষ যে কেউ অনায়াসে করতে পারবেন আবেদন। West Central Railway এর মূলত ক্রীড়া বিভাগে নিয়োগ করা হবে অসংখ্য ক্রীড়াবিদ। তাই আর দেরি না করে আপনিও করে ফেলতে পারেন আবেদন। আবেদনের খুঁটিনাটি নিচে দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা: Railway Recruitment Cell, West Central Railway
পদের নাম: মোট 10 প্রকার শূন্যপদে করা হবে কর্মী নিয়োগ। নিচে বিভিন্ন পদের পাশে শূন্যপদের সংখ্যা দেওয়া হলো-
- Athletics (Women)- 02
- Cross Country (Women)- 01
- Weightlifting (Men)- 02
- Volleyball (Men)- 03
- Hockey (Men)- 03
- Cricket (Men)- 02
- Basketball (Men)- 02
- Badminton (Men)- 02
- Badminton (Women)- 02
- Chess (Men)- 02
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদন করতে বিভিন্ন পদের জন্য বিভিন্ন প্রকার শিক্ষাগত যোগ্যতা দরকার।
- ন্যুনতম শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক কিংবা উচ্চমাধ্যমিক পাস
- বেশ কিছু পদের জন্য আবেদকারীকে স্নাতক পাস করতে হবে
- এবং বেশ কিছু টেকনিক্যাল পদের জন্য আবেদনকারীকে ITI পাস করতে হবে
আবেদনকারীর বয়স: বয়স হতে হবে 18-25 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া: Indian Railways এর তত্ত্বাবধানে West Central Railway এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে প্রধানত অনালাইন এর মাধ্যমে করতে হবে আবেদন। আবেদন করার সময় আবেদনকারীকে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে যা নাইস দেয়া হলো-
- রঙিন পাসপোর্ট ফটো
- একটি সিগনেচার
- সেলফ এটাস্টেড করা এক কপি আঁধার কার্ড
- মাধ্যমিকের এডমিট কার্ড সেলফ এটাস্টেড করে (বয়সের প্রমান হিসেবে)
- সেলফ এটাস্টেড করে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- সেলফ এটাস্টেড করা এক কপি কাস্ট সার্টিফিকেট
- সেলফ এটাস্টেড করা একটি ক্রীড়া সার্টিফিকেট
আবেদন ফি: 500 টাকা এবং SC/ST/Ex-Servicemen/Minorities দের জন্য 500 টাকা।
আবেদনের সময়সীমা: আবেদন করতে পারবেন আগামী 20/01/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Official Website for Apply Online: https://wcr.indianrailways.gov.in/
For More Govt Job News: Click Here