মাধ্যামিক পাসে পশ্চিমবঙ্গে গ্রুপ-ডি পদে প্রচুর কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি | WB Group D Recruitment 2021 | WB Govt Job 2021

আপনি কি সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন? তাহলে আপনার জন্য রয়েছে বিশেষ সুখবর। রাজ্যে গ্রুপ-ডি পদে নিয়োগের এক দুর্দান্ত বিজ্ঞপ্তি জারি হলো। শুধু মাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে সবাই করতে পারবেন আবেদন। মূলত রাজ্যের ব্যাঙ্কে করা হবে এই নিয়োগ। তাই আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে চান, নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিতে পারেন। 

নিয়োগকারী সংস্থাঃ রাজ্যের PUNJAB NATIONAL BANK (PNB) -এর পক্ষ থেকে করা হবে এই নিয়োগ। 

পদের নামঃ মূলত GROUP- D পদে করা হবে প্রার্থী নিয়োগ। 

শূন্যপদ ও নিয়োগ স্থানঃ মোট 113 টি শূন্যপদে রাজ্যের 4 টি জেলাতে প্রার্থী নিয়োগ করা হবে। নিচে জেলা অনুযায়ী শূন্যপদের সংখ্যা দেয়া হলো- 

  1. মুর্শিদাবাদঃ মোট 65 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  2. বাঁকুড়াঃ মোট 19 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  3. বীরভূমঃ মোট 16 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
  4. পুরুলিয়াঃ মোট 13 টি শূন্যপদে নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতাঃ এই গ্রুপ-ডি পদে আবেদন করতে প্রার্থীকে অবশই যেকোনো এক স্বীকৃত বোর্ড থেকে মাধ্যামিক পাস করে থাকতে হবে।

প্রার্থীর বয়সঃ এই পদে আবেদন করতে প্রার্থীর বয়স হতে হবে 18-24 বছরের মধ্যে। রিজার্ভ ক্যাটাগরিদের ক্ষেত্রে বয়সের ছাড় নিম্নরূপ- 
  • SC/ST: 5 বছরের বয়সের ছাড়।
  • OBC: 3 বছরের বয়সের ছাড়।
বেতনঃ বেতন হবে প্রতি মাসে 9560 টাকা।

আবেদন প্রক্রিয়াঃ সম্পূর্ণ অফলাইনের মাধ্যমে প্রার্থীকে আবেদন করতে হবে। APPLICATION FORM এ প্রার্থীকে নিজের যাবতীয় তথ্য লিখে, তথা কোন জেলা কিংবা সারকেল এর জন্য আবেদন করছেন এবং নাম, নিজের তথ্যাদি ইথ্যাদি লিখে সঙ্গে সঙ্গে যাবতিয় সব রকম ডকুমেন্ট দিয়ে তা পাঠাতে হবে নির্দিষ্ট থিকানায়। 

জেলা অনুযায়ী আবেদনপত্র পাঠানোর ঠিকানাঃ 

মুর্শিদাবাদ
  • Circle Head, Punjab National Bank, Murshidabad Circle Office, 26/11 Sahid Surya Sen Road, PO- Berhampur, Murshidabad, PIN- 742101
বাঁকুড়া ও পুরুলিয়া
  • HRD Department, Circle Office Purulia, SD Ganguly Road, Rajabandh Para, Purulia, PIN- 723101
বীরভূম 
  • HRD Department, Circle Office Bardhaman, Police Line Bazar, Burdwan, PIN- 713103
আবেদন পত্র পাঠানোর সময়সীমাঃ নিম্নে জেলা অনুযায়ী আবেদনপত্র পাঠানোর শেষ তারিখ গুলো দেওয়া হলো- 
  • মুর্শিদাবাদঃ 06/12/2021
  • বাঁকুড়া ও পুরুলিয়াঃ 01/12/2021
  • বীরভূমঃ 30/11/2021


OFFICIAL WEBSITE: VISIT HERE

MORE GOVT JOB: VISIT HERE 

Leave a comment