মাধ্যামিক পাসে রাজ্যে মাল্টি টাস্কিং স্টাফ (MTS) পদে নিয়োগ, এখনই আবেদন করুন | MTS Recruitment 2021 | Multi Tasking Staff | BECIL Recruitment 2021

চাকরি প্রার্থীদের জন্য একটি দুর্দান্ত সুখবর। একটি খুব ভালো নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। আপনি যদি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন, অবশই দেখুন খবরটি। আপনার যোগ্যতা যাই হোক না কেনো, করতে পারবেন আবেদন। পঞ্চম শ্রেণি থেকে শুরু করে দশম শ্রেণি এবং স্নাতক পাস, সবাই করতে পারবেন আবেদন। অসংখ্য গ্রুপ-সি, গ্রুপ-ডি এবং MTS পদে করা হবে কর্মী নিয়োগ। তাই দেরি না করে দেখে নিন আবেদন পদ্ধতি। নিচে আবেদনের সম্পর্কে বিস্তারিত দেওয়া হলো-



নিয়োগকারী সংস্থাঃ কেন্দ্রীয় সরকারের তত্ত্বাবধানে BECIL এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।


পদের নামঃ বিভিন্ন প্রকার পদে করা হবে প্রার্থী নিয়োগ যা নিম্নরূপ-
  1. MULTI TASKING STAFF (MTS)
  2. HOUSEKEEPING STAFF
  3. MALI
  4. SUPERVISOR
  5. GARBAGE COLLECTOR
পদ অনুযায়ী শূন্যপদের সংখ্যা, শিক্ষাগত যোগ্যতা ও বেতনঃ নিচে পদ অনুযায়ী উক্ত যাবতীয় বিবরণ দেওয়া হলো-

মাল্টি টাস্কিং স্টাফ/MULTI TASKING STAFF (MTS)
  • শূন্যপদঃ মোট ৩২টি শূন্যপদে কর্মী নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে মাধ্যমিক পাস।
  • বেতনঃ মাসে ১৭,৫৩৭ টাকা।
হাউজ কিপিং স্টাফ/HOUSEKEEPING STAFF
  • শূন্যপদঃ মোট ২০টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে পঞ্চম শ্রেণি পাস।
  • বেতনঃ মাসে ১৫,৯০৮ টাকা।
মালি/MALI
  • শূন্যপদঃ ১ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে পঞ্চম শ্রেণি পাস।
  • বেতনঃ মাসে ১৫,৯০৮ টাকা।
সুপারভাইজার/SUPERVISOR
  • শূন্যপদঃ ১ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক পাস হতে হবে।
  • বেতনঃ মাসে ২০,৯৭৬ টাকা।
গারবেজ কালেক্টর/GARBAGE COLLECTOR
  • শূন্যপদঃ ১ টি শূন্যপদে প্রার্থী নিয়োগ করা হবে।
  • শিক্ষাগত যোগ্যতাঃ যেকোনো স্বীকৃত বোর্ড থেকে পঞ্চম শ্রেণি পাস।
  • বেতনঃ মাসে ১৫,৯০৮ টাকা।
আবেদন প্রক্রিয়াঃ শুধু মাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমেই করা যাবে আবেদন। আবেদন করতে প্রার্থীকে যেসব ডকুমেন্ট সঙ্গে রাখতে হবে-
  1. COLOURED PASSPORT SIZE PHOTO
  2. SIGNATURE 
  3. AGE PROOF (BIRTH CERTIFICATE/MADHYAMIK ADMIT
  4. MADHYAMIK CERTIFICATE
আবেদনের সময়সীমাঃ আগামী ১০/১২/২১ এর মধ্যে করতে হবে আবেদন।



OFFICIAL NOTIFICATION: CLICK HERE

OFICIAL WEBSITE: VISIT HERE 

APPLY ONLINE: CLICK HERE

Leave a comment