চাকরি প্রার্থীদের জন্য সুবর্ণ সুযোগ। দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। মিনিস্ট্রি অফ টেক্সটাইলের তরফে পাট দপ্তরে নেওয়া হবে কর্মী। সঙ্গে থাকছে মাসিক সুউচ্চ বেতন। আপনি যদি আগ্রহী হয়ে থাকেন তবে শীঘ্রই করে ফেলুন আবেদন, বিস্তারিত বিবরণ নিম্নরূপ।
নিয়োগকারী সংস্থা ও পদ: মিনিস্ট্রি অফ টেক্সটাইল এর তরফে পাট দপ্তরে নেওয়া হবে কর্মী। সেক্ষেত্রে কনসালট্যান্ট (ফাইন্যান্স) পদে নেওয়া হবে কর্মী।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 63 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসিক বেতন সুউচ্চ। সেক্ষেত্রে নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 60,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
কীভাবে আবেদন করবেন: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে দেওয়া ডাইরেক্ট লিঙ্ক থেকে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করে বের করে নিন।
1. নিজের যাবতীয় গুরুত্বপূর্ণ সকল প্রকার তথ্য দিয়ে আবেদনপত্রটি পূরণ করে ফেলুন।
2. নিজের নাম, বাবার নাম, জন্মতারিখ, বয়স, ঠিকানা ও শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
3. অবশ্যই মনে করে নিজের বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি দেবেন।
4. যাবতীয় গুরুত্বপূর্ণ কিছু ডকুমেন্ট এর সঙ্গে যুক্ত করে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে উচ্চ শিক্ষার অধিকারী হতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ কর্ম অভিজ্ঞতা থাকা দরকার। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
আবেদনের সময়সীমা: আগামী 24/06/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে আবেদনপত্র জমা করার ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনের সময়সীমা: Secretary, National Jute Board, 3A & 3B, Park Plaza, 71, Park Street, Kolkata -700016
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE