এক বিশাল সুখবর রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য। মুখ্যমন্ত্রীর অন্যতম স্বপ্নের প্রকল্প তথা রূপশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে অসংখ্য কর্মী। আপনি যদি স্নাতক পাস করে থাকেন এবং মোটামোটি কম্পিউটার চালাতে দক্ষ হলেই করা যাবে আবেদন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো-
নিয়োগকারী সংস্থাঃ MURSHIDABAD DISTRICT PROJECT MANAGEMENT UNIT তথা মুর্শিদাবাদের DPMU (Rupashree Prakalpa) এর পক্ষ থেকে করা হবে নিয়োগ।
পদের নামঃ প্রধান 2 টি পদে করা হবে নিয়োগ। যথা-
- ACCOUNTANT
- DATA ENTRY OPERATOR
শূন্যপদের সংখ্য ও অন্যান্য বিবরণঃ মোট 37 টি শূন্যপদে করা হবে নিয়োগ। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ সঙ্গে শিক্ষাগত যোগ্যতা, বয়স এবং বেতন সম্পর্কে দেওয়া হলো-
ACCOUNTANT
- শূন্যপদঃ মোট 6 টি শূন্যপদে করা হবে আবেদন।
- শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে COMMERCE এ গ্র্যাজুয়েট হতে হবে। সঙ্গে কম্পিউটার চালাতে দক্ষ হতে হবে।
- বয়সঃ বয়স হতে হবে 18-40 এর মধ্যে।
- বেতনঃ মাসিক বেতন 15000 টাকা।
DATA ENTRY OPERATOR(DEO)
- শূন্যপদঃ মোট 31 টি শূন্যপদে করা হবে আবেদন।
- শিক্ষাগত যোগ্যতাঃ প্রার্থীকে গ্র্যাজুয়েট হলেই চলবে। সঙ্গে কম্পিউটার চালাতে দক্ষ হতে হবে।
- বয়সঃ বয়স হতে হবে 18-40 এর মধ্যে।
- বেতনঃ মাসিক বেতন 11000 টাকা।
আবেদন পদ্ধতিঃ মূলত অফলাইন পদ্ধতিতে করতে হবে আবেদন। কোনো প্রার্থী যেকোনো একটি পদের জন্য করতে পারবেন আবেদন। আবেদন করতে প্রার্থীকে আবেদনপত্রে নিজের যাবতিয় তথ্যাদি দিয়ে সঙ্গে বিভিন্ন ডকুমেন্ট সহ তা পাঠাতে হবে নিজ SDO অফিসে।
নিয়োগ প্রক্রিয়াঃ প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এর মাধ্যমে।
আবেদনের সময়সীমাঃ আবেদন পত্র পাঠাতে পারবেন আগামী 6 ডিসেম্বর, 2021 এর মধ্যে।
OFFICIAL NOTIFICATION & APPLICATION FORM: CLICK HERE
OFFICIAL WEBSITE: VISIT HERE
OTHER GOVT JOB NEWS: VISIT HERE