সরকারি চারিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। রাজ্যে মোটামোটি 1750 শূন্যপদে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। আপনি যদি শিক্ষকতার কাজ করতে ভালোবেসে থাকেন এবং সরকারি চাকরির খোঁজে থাকেন, তবে নিয়োগের খবরটি শুধু আপনার জন্য। বিভিন্ন যোগ্যতায় নানান বিভাগে বিভিন্ন বিষয়ের ওপর অঢেল শিক্ষক নিয়োগ করা হবে। রাজ্যের যেকোনো প্রান্ত তথা জেলা থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ অনায়াসে আবেদন করতে পারবেন। ইংরেজি, অংক, বিজ্ঞান, সমাজ বিজ্ঞান ইত্যাদি আরো নানান বিষয়ে শিক্ষক-শিক্ষিকা নিয়োগ করা হবে। অনলাইনের মাধ্যমে অতি সহজেই আবেদন জানাতে পারবেন। তাই আর দেরি না করে অতি শীঘ্রই আবেদন করে নিতে পারেন,আবেদনের বিস্তারিত খুঁটিনাটি নিম্নে উল্লেখ করা হলো।
পদের নাম:
প্রধানত যেসব বিভাগে শিক্ষক নিয়োগ করা হবে সেগুলো হলো-
- পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
- ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
- ফিজিক্যাল এডুকেশন টিচার (PET)
- কম্পিউটার শিক্ষক
- লাইব্রেরিয়ান
পোস্ট গ্র্যাজুয়েট টিচার (PGT)
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে স্নাতকোত্তর পাস করতে হবে। সঙ্গে B.ED করা থাকতে হবে।
বয়সসীমা: বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
বিষয়: মূলত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো-
- ইংরেজি
- অঙ্ক
- ফিজিক্স
- কেমিস্ট্রি
- বায়োলজি
- কমার্স
- ইকোনমিক্স
ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার (TGT)
শিক্ষাগত যোগ্যতা: নিচের যেকোনো একটি শিক্ষাগত যোগ্যতা
- উক্ত বিষয় নিয়ে স্নাতক পাস করে থাকতে হবে সঙ্গে B.ED করতে হবে।
- অথবা, এই পদে আবেদন করতে আপনাকে চার বছরের ইন্টিগ্রেটেড ডিগ্রি কোর্স করে থাকতে হবে।
বয়সসীমা: বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
বিষয়: মূলত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে সেগুলি হলো-
- ইংরেজি
- অঙ্ক
- বিজ্ঞান
- সোশ্যাল স্টাডিস
শরীর শিক্ষা শিক্ষক / ফিজিক্যাল এডুকেশন টিচার (PET)
শিক্ষাগত যোগ্যতা: ফিজিক্যাল এডুকেশন বিষয়ে আপনাকে স্নাতক কিংবা স্নাতকোত্তর পাস হতে হবে।
বয়সসীমা: বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
লাইব্রেরিয়ান
শিক্ষাগত যোগ্যতা: Library Science বিষয়ে ডিপ্লোমা তথা ডিগ্রি কোর্স করতে হবে।
বয়সসীমা: আবেদনকারীর বয়স হতে হবে 21-32 বছরের মধ্যে।
আবেদন প্রক্রিয়া:
অফিশিয়াল ওয়েবসাইট এ গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। আবেদনকারীকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে এবং বেশ কিছু ডকুমেন্ট আপলোড করে আবেদন জানাতে হবে।
আবেদনের সময়সীমা:
এই শিক্ষক পদে নিয়োগের জন্য অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 20/02/2022 তারিখের মধ্যে।
Official Notification: Click Here
Official Website: Click Here
Apply Online: Click Here