পশ্চিমবঙ্গের সরকারি চাকরি প্রার্থীদের জন্য রাজ্যে ক্লার্ক পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এই নিয়োগের সুখবরটি শুধু আপনার জন্য। রাজ্যের বাসিন্দা হলেই এখানে আবেদনের যোগ্য। নারী কিংবা মহিলা নির্বিশেষে যেকেউ এই চাকরিতে আবেদন করতে পারবেন। সব থেকে বড় কথা হলো এখানে নিয়োগের জন্য কোনো প্রকার পরীক্ষা নেওয়া হবে না, সরকারি ইন্টারভিউয়ের প্রার্থীদের যাচাই করে কর্মী নিয়োগ করা হবে। নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, দেখে আবেদন করে নিতে পারেন।
পদের নাম:
পশ্চিমবঙ্গের এই সরকারি চাকরি নিয়োগ (WB Govt Job 2022) এর মধ্যম গ্রুপ সি ক্লার্ক (Group-C Clerk) পদে কর্মী নেওয়া হবে
আবেদন প্রক্রিয়া:
অতি সহজেই অফলাইনের মাধ্যমে আপনি এখানে চাকরির জন্য আবেদন করতে পারবেন। এখানে আলাদা ভাবে আপনাকে আবেদন করে হবে না। অর্থাৎ একেবারে ইন্টারভিউ (Walk-In-Interview) এর জন্য আবেদন করবেন। ইন্টারভিউয়ের দিন আপনাকে নিজের সকল প্রকার ডকুমেন্ট নিয়ে ইন্টারভিউ কেন্দ্রে পৌঁছে যেতে হবে। সেখানে ইন্টারভিউয়ের জন্য রিপোর্ট করে আপনি ইন্টারভিউ দিতে পারবেন।
যেসব ডকুমেন্ট প্রয়োজন:
ইন্টারভিউয়ের সময় আপনাকে যেসব ডকুমেন্ট সঙ্গে নিয়ে যেতে হবে
1. নিজের হাতে বানানো একটি Bio Data
2. মাধ্যমিক এর অ্যাডমিট কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. ভোটার কিংবা আঁধার কিংবা রেশন কার্ড
5. নিজের রঙিন পাসপোর্ট ফটো
6. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
7. যেকোনো ওয়ার্ক এক্সপেরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
নিয়োগ প্রক্রিয়া:
এখানে ক্লার্ক নিয়োগের জন্য কোনো রকম লিখিত পরীক্ষা নেওয়া হবে না। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী যাচাই করে কর্মী।নিয়োগ করা হবে। আপনারা সবাই এখানে ইন্টারভিউয়ে অংশগ্রহণ করতে পারবেন। সেখানে ইন্টারভিউয়ের মাধ্যমে আপনাকে যাচাই করে নম্বর দেওয়া হবে, শিক্ষাগত যোগ্যতার ওপর ভিত্তি করে নম্বর দেওয়া হবে এবং অন্যান্য সকল যোগ্যতা ও কর্ম দক্ষতা দেখে একটি মেরিট লিস্ট প্রস্তুত করে প্রার্থীদের ক্লার্ক কর্মী পদে নিয়োগ করা হবে।
প্রার্থীর বয়সসীমা:
এই চাকরির জন্য আবেদন করতে পারবেন যেকোনো বয়সের প্রার্থীরা। বয়সের ক্ষেত্রে কোনো বাঁধা নেই। অর্থাৎ 62 বছরের নিচে যেকোনো প্রার্থী এখানে আবেদনের যোগ্য।
বেতনক্রম:
কর্মীদের চাকরিতে জয়েন হওয়ার সঙ্গে সঙ্গে মাসে 12000/- টাকা করে বেতন দেওয়া হবে।
শিক্ষাগত যোগ্যতা:
গ্রুপ সি ক্লার্ক পদে আবেদন করতে পারবেন রাজ্যের যেকোনো শিক্ষাগত যোগ্যতা সম্পন্ন প্রার্থীরা। শুধু আপনাকে সরকারি রিটায়ার্ড কর্মীর আওতায় থাকতে হবে।
ইন্টারভিউয়ের দিন ও সময়:
আগামী 26/04/2022 তারিখে ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে দুপুর 12:30 টা থেকে।
26/04/2022 তারিখেই সকাল 11:30 টা থেকে ইন্টারভিউয়ের জন্য রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হবে।
ইন্টারভিউয়ের স্থান:
DSDA’S main building (Jahaz Bari)New Digha, purba Medinipur.
নিচে আবেদনের বিস্তারিত খুঁটিনাটি জানতে অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হলো, দেখে নিতে পারেন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE GOVT JOB: CLICK HERE
চাকরি ও নিয়োগের আরও নতুন নতুন আপডেট পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে এখনি যুক্ত হন।
TELEGRAM CHANNEL: JOIN HERE