পশ্চিমবঙ্গের জেলা ব্লকে এবার কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থাকেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। MGNREGS তথা Mahatma Gandhi National Rural Employment Guarantee Scheme এর অধীনে রাজ্যের বিভিন্ন ব্লকে ব্লকে এবার গ্রুপ সি কর্মী নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চ বেতন দিয়ে এখানে কর্মী নেওয়া হবে। বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন।
শিক্ষাগত যোগ্যতা: জেলা ব্লকের এই Group C পদে আবেদন করতে আপনাকে যেকোনো সরকার স্বীকৃত স্কুল বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। বিজ্ঞান কিংবা ভোকেশনাল এই দুই শাখার যেকোনো একটি শাখা থেকে আবেদন করতে পারবেন। যেখানে অঙ্ক এবং পদার্থবিজ্ঞান থাকবে এবং আপনাকে ন্যুনতম 55% নম্বর পেতে হবে।
বয়সসীমা: এই গ্রুপ সি পদের চাকরিতে আবেদন করতে গেলে আপনার বয়স হতে হবে 18 থেকে 35 বছরের মধ্যে।
টেকনিক্যাল যোগ্যতা: শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আপনাকে কম্পিউটার চালাতে দক্ষ হতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স এ কম করে 6 মাসের ট্রেনিং করা আবশ্যিক।
আবেদন প্রক্রিয়া: সম্পূর্ণ অফলাইন পদ্ধতির সাহায্যে হবে আবেদন।
1.প্রার্থীকে একটি সাদা A4 কাগজে আবেদনপত্র ডাউনলোড করে নিতে হবে।
2. Application Form তথা আবেদনপত্রটি ভালো করে আপনাকে পূরণ করতে হবে নিজের যাবতীয় নানান তথ্যসমূহের সাহায্যে।
3. কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট জুড়ে দিতে হবে আবেদনপত্রের সঙ্গে।
4. শেষে আবেদনপত্রটি খামের মধ্যে পুরে পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায়।
প্রয়োজনীয় ডকুমেন্ট: যেসব ডকুমেন্ট দেবেন আবেদনপত্রের সঙ্গে –
1. মাধ্যমিকের অ্যাডমিট
2. শিক্ষাগত যোগ্যতা এর প্রমাণপত্র
3. ভোটার কিংবা আঁধার কার্ড
4. একটি Self Attested করা চিঠির খাম
5. রঙিন পাসপোর্ট ফটো
আবেদনের শেষ তারিখ: আগামী 8 মার্চ, 2022 তারিখের মধ্যে আবেদন পত্রটি পাঠাতে হবে আপনাকে।
আরও বিস্তারিত ও খুঁটিনাটি জানতে নিচে অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক দেওয়া হলো, দেখে নিতে পারেন।
Official Notification: Click Here
Official Website: Click Here
Application Form: Click Here