রাজ্যের সরকারি চাকরি প্রার্থীদের জন্য দারুণ চাকরির সুখবর। রাজ্যের এক সাব ডিভিশনে হতে চলেছে আশা কর্মী নিয়োগ। কেবলমাত্র মহিলারা করতে পারবেন আবেদন। আপনি যদি মাধ্যমিক পাশ করে থাকেন তবে করতে পারবেন চাকরির জন্য আবেদন। শুধুমাত্র অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। তাই আপনি যদি এই আশা কর্মীর চাকরি করতে আগ্রহী হয়ে থাকেন, দেরি না করে এখনই দেখে নিন আবেদনের বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা ও নিয়োগস্থান: উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর মহকুমা অর্থাৎ সাব-ডিভিশনের অধীনে বিভিন্ন ব্লকে আশা কর্মী নিয়োগ করা হবে।
বিভিন্ন ব্লকের নাম: যেসব ব্লকে নিয়োগ হবে-
- চোপড়া
- ইসলামপুর
- গোয়ালপোখর-১
- গোয়ালপোখর-২
- করণদিঘি
এসব ব্লকের বিভিন্ন পঞ্চায়েতের অধীনে নানান গ্রামে নিয়োগ হবে।
শূন্যপদ: মোট 226 টি আশা নিয়োগ করা হবে।
শিক্ষাগত যোগ্যতা: আবেদনকারীকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
আবেদনকারীর বয়স: বয়স হতে হবে 30-40 বছরের মধ্যে। SC/ST দের ক্ষেত্রে বয়স হতে হবে 22-40 বছরের মধ্যে।
আরও পড়ুন: পশ্চিমবঙ্গে বাংলা সহায়তা কেন্দ্রে নিয়োগ অসংখ্য BSK কর্মী
আবেদন প্রক্রিয়া: আবেদনকারীকে সর্বপ্রথম Application Form ডাউনলোড করে সেখানে নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে তা পূরণ করতে হবে।
Application Form এর সঙ্গে যেসব ডকুমেন্ট সাবমিট করবেন-
- ভোটার কিংবা রেশন কার্ড
- মাধ্যমিকের মার্কশিট
- SC/ST সার্টিফিকেট (যদি থাকে)
- এক্সপেরিয়েন্স সার্টিফিকেট (যদি থাকে)