রাজ্যের স্কুলে শিক্ষক, ক্লার্ক ও গ্রুপ ডি পদে বিরাট নিয়োগ | WB TEACHERS RECRUITMENT | WB CLERK RECRUITMENT | WB GROUP-D RECRUITMENT


আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন তবে একদম ঠিক যায়গায় এসেছেন। রাজ্যের স্কুলে শিক্ষক, ক্লার্ক এবং গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনি পশ্চিমবঙ্গের যেকোনো জেলায় যদি বাস করেন তবে এই পদ গুলির জন্য আবেদন করতে পারবেন। নারী ও পুরুষ সবাই আবেদনের জন্য যোগ্য। আবেদনের খুঁটিনাটি নিম্নে বিস্তারিত দেওয়া হলো। 


নিয়োগ স্থানঃ KHORIBARI GOVT. MODEL SCHOOL থেকে করা হবে এই নিয়োগ।

পদের নাম ও শূন্যপদঃ মূলত শিক্ষক, ক্লার্ক ও গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে। পদ অনুযায়ী শূন্যপদের বিবরণ নীচে দেওয়া হলো- 

  • TEACHING POSTS- 7
  • NON-TEACHING POST/CLERK- 1
  • GROUP-D POSTS- 2

বিভিন্ন বিষয়ে নিয়োগের বিবরণঃ মূলত যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে-

  1. BENGALI
  2. ENGLISH
  3. MATHS
  4. PHYSICAL SCIENCE
  5. LIFE SCIENCE
  6. GEOGRAPHY
  7. HISTORY

প্রার্থীর যোগ্যতাঃ প্রধানত GOVT. SCHOOLS / GOVT. AIDED SCHOOLS / GOVT. SPONSORED SCHOOLS / PRIVATE UNAIDED ENGLISH SCHOOLS থেকে মূলত অবসরপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে শূন্যপদে করা হবে নিয়োগ। 

প্রার্থীর বয়সঃ প্রার্থীর বয়স কোন ভাবেই ৬২ এর বেশি হলে চলবে না। 

আবেদন প্রক্রিয়াঃ নিজের বিভিন্ন ডকুমেন্টস ও পাঠাতে হবে এই ঠিকানায়। ঠিকানাটি হলো-

THE OFFICE OF THE DISTRICT INSPECTOR OF SCHOOLS (SE), SILIGURI, ALO BHAVAN, NANDALAL BASU SARANI, COLLEGE PARA, PIN- 734001

আবেদনপত্র পাঠানোর সময়সীমাঃ আগামী 25/11/2021 এর মধ্যে আবেদন পত্র পাঠাতে পারবেন। 

OFFICIAL NOTIFICATION: CLICK HERE

Leave a comment