রাজ্যে গ্রুপ-সি ও DEO পদে কর্মী নিয়োগ করা হচ্ছে, দেখে নিন আবেদন পদ্ধতি | WB Group C Recruitment 2021 | WB Govt Job 2021

শুধুমাত্র WALK-IN-INTERVIEW -এর মাধ্যমে প্রার্থী বাছাই করে নিয়োগ সম্পন্ন করা হবে। সরকারি চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। রাজ্যের জেলায় গ্রুপ-সি এবং DEO পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্য সরকার নিজে জেলার মেডিকেল কলেজে করবে নিয়োগ। আপনি যদি মোটামোটি কম্পিউটার চালাতে দক্ষ হয়ে থাকেন, তবে আপনিও করতে পারেন আবেদন। আবেদনের খুঁটিনাটি নিম্নরূপ-

নিয়োগকারী সংস্থাঃ MJN MEDICAL COLLEGE & HOSPITAL, COOCH BEHAR

পদের নামঃ 2 প্রকার পদে করা হবে প্রার্থী নিয়োগ। যথা-

  1. CO- ORDINATOR
  2. DATA ENTRY OPERATOR (DEO) 
শূন্যপদের সংখ্যাঃ প্রতিটি পদ থেকে আপাতত একজন করে প্রার্থী নিয়োগ করা হবে। 

শিক্ষাগত যোগ্যতাঃ পদ দুটিতে আবেদন করতে প্রার্থীর যোগ্যতা নিম্নরূপ- 

CO- ORDINATOR

  • Health Care Management / Hospital Administration এ ডিগ্রি কিংবা Post Graduation এ Diploma থাকতে হবে।
  • Computer MS-Office চালাতে দক্ষ হতে হবে।
DATA ENTRY OPERATOR (DEO) 
  • যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে গ্র্যাডুয়েট হতে হবে।
  • একটি কম্পিউটার সার্টিফিকেট থাকা বাধ্যতামূলক। সঙ্গে MS-Office চালাতে পুরোপুরি দক্ষ হতে হবে।
বয়সঃ 2 টি পদের ক্ষেত্রেই প্রার্থীর বয়স হতে হবে 21-40 বছরের মধ্যে।

বেতনঃ পদ অনুযায়ী মাসিক বেতন দেওয়া হলো-
  1. CO- ORDINATOR- 45000
  2. DATA ENTRY OPERATOR (DEO)- 13560
আবেদন প্রক্রিয়াঃ প্রার্থীকে আবেদন পত্র লিখে তা নির্দিষ্ট ঠিকানায় পাঠাতে হবে। আবেদন পাঠাবেন এই ঠিকানায়- ROGI KALYAN SAMITI, MJN HOSPITAL, COOCH BEHAR


WALK-IN-INTERVIEW -এর দিনক্ষনঃ 14 ডিসেম্বর, 2021 সকাল 11 টা থেকে শুরু হবে।

WALK-IN-INTERVIEW -এর স্থানঃ OFFICE OF THE MEDICAL SUPERINTENDENT CUM VICE PRINCIAPL, MJN MEDICAL COLLEGE & HOSPITAL, COOCH BEHAR, 736101

 এখানে ইন্টারভিউ এর দিন প্রার্থীকে জেসব ডকুমেন্ট নিয়ে আস্তে হবে-
  • মাধ্যামিকের অ্যাডমিট কার্ড
  • শিক্ষাগত যোগ্যতা পরীক্ষার মার্কশিট
  • আধার কিংবা ভোটার কার্ডেরে জেরক্স
  • নিজের কোনো অভিজ্ঞতা সার্টিফিকেট 


OFFICIAL NOTIFICATION: CLICK HERE 

APPLICATION FORM: CLICK HERE

OFICIAL WEBSITE: VISIT HERE 



Leave a comment