রাজ্যে গ্রূপ-সি ও ডি পদে কর্মী নিয়োগ, অষ্টম-মাধ্যমিক পাশে সবাই আবেদনের যোগ্য | WB Group C and d Recruitment 2022

পশ্চিমবঙ্গের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের খবর। রাজ্যে এবার গ্রূপ-সি এবং গ্রূপ-ডি (Group-C & Group-D) পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যের যেকোনো স্থান থেকে পুরুষ কিংবা মহিলা যেকেউ এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। ন্যূনতম অষ্টম কিংবা মাধ্যমিক পাস যোগ্যতায় আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই শুধুমাত্র ইন্টারভিউয়ের মাধ্যমে সরাসরি কর্মী নিয়োগ করা হবে। এবং এই চাকরির জন্য যাবেওডন করতে আপনাকে দিতে হবে না কোনো রকম আবেদন ফি। নিচে বিস্তারিত দেয়া হলো।



wb group c and d recruitment 2022


পদের নাম: 

প্রধান দু-প্রকার পদে কর্মী নিয়োগ করা হবে হবে। যথা- 
  1. Library Clerk (Group-C)
  2. Lady Attendant (Group-D)

লাইব্রেরি ক্লার্ক (Library Clerk)

শিক্ষাগত যোগ্যতা:

এই পদে আবেদন করতে আপনাকে যেকোনো এক স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক পাস করে থাকতে হবে।

কম্পিউটার যোগ্যতা:

কম্পিউটারের কাজ বিশেষ করে MS OFFICE এর কাজ সম্পর্কে জ্ঞান থাকতে হবে।


বয়সসীমা:

গ্রূপ-সি পদে আবেদন করতে আপনার বয়স হতে হবে 18-40 বছরের মধ্যে।


লেডি এটেন্ডেন্ট (Lady Attendant)

শিক্ষাগত যোগ্যতা:

যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড থেকে অষ্টম শ্রেণী পাস করতে থাকতে হবে।

কম্পিউটার যোগ্যতা:

সঙ্গে কম্পিউটারের সাধারণ কাজ সম্পর্কে বিশেষ জ্ঞান থাকতে হবে।


বয়সসীমা:

আবেদনকারীর বয়স হতে হবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে।


বয়সে ছাড়:

দুই প্রকার পদের ক্ষেত্রেই বয়সে সমানভাবে ছাড় দেওয়া হবে। SC/ST/Ex- Servicemen দের 5 বছরের এবং OBC দের বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।


আবেদন প্রক্রিয়া:

অফলাইনের মাধ্যমে আবেদন পত্র জমা করার মাধ্যমে আবেদন জানাতে হবে। যথা-  
  • সর্বপ্রথম অফিশিয়াল ওয়েবসাইট থেকে আবেদনপত্র (Application Form) টি ডাউনলোড করে নিতে। নিচে তার লিংক দেয়া আছে।
  • তারপর সেটিকে নিজের যাবতীয় নানান তথ্যাদি দিয়ে ভালো করে পূরণ করতে হবে। 
  • আবেদনপত্রের সঙ্গে কিছু ডকুমেন্ট জুড়ে দিতে হবে। যেমন- শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র, বয়সের প্রমাণপত্র ইত্যাদি।
  • সবার শেষে আবেদনপত্র খামের মধ্যে ভরে তা পাঠিয়ে দিতে হবে নির্দিষ্ট ঠিকানায় বাই- পোস্ট এর মাধ্যমে।

আবেদনের সময়সীমা: 

আবেদন পাঠাতে পারবেন আগামী 06/03/2022 তারিখের মধ্যে।



অফিশিয়াল নোটিফিকেশন: ক্লিক করুন

এপ্লিকেশন ফর্ম: ক্লিক করুন 

অফিসিয়াল ওয়েবসাইট: ক্লিক করুন 

Leave a comment