রাজ্যে জল শক্তি দপ্তরে ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি, বেতন উচ্চ | Jal Shakti Recruitment 2023

আপনি কি একজন চাকরি প্রার্থী? সরকারি চাকরির প্রস্তুতি নেওয়ার পাশাপাশি ভালো চাকরির খোঁজে রয়েছেন? তবে এই নিয়োগের খবরটি পড়ে দেখতে পারেন। এবার কেন্দ্র সরকারের জল শক্তি দপ্তরের তরফ থেকে রাজ্যে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে যেকোনো জেলা প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। এবং বিশেষ কোনো পরীক্ষা ছাড়াই সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

Jal Shakti Recruitment 2023
নিয়োগকারী সংস্থা ও পদের নাম: কেন্দ্র সরকারের জল শক্তি দপ্তরের তরফ থেকে রাজ্যে নেওয়া হচ্ছে কর্মী। এখানে ডিরেক্টর অ্যান্ড হেড অফ ইন্সটিটিউট পদে নেওয়া হচ্ছে কর্মী।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিম্নলিখিত কয়েকটি ধাপে আবেদন করুন।
1. জল শক্তির অফিসিয়াল ওয়েবসাইট থেকে সবার প্রথমে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে আবেদনপত্র পূরণ করুন।
3. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য সঙ্গে রাখবেন।
4. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট জেরক্স এবং সই করে আবেদন পত্রের সঙ্গে জুড়ে দিয়ে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়েসের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের জন্য বি.টেক. (সিভিল /কেমিক্যাল) সঙ্গে এম. টেক. করে থাকতে হবে। কিংবা সংশ্লিষ্ট ক্ষেত্রে এমএসসি করে থাকলেও আবেদন যোগ্য। বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
প্রার্থীর বয়সসীমা: আবেদনের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা 58 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে পে লেভেল 14 অনুযায়ী বেতন 1,44,200/- টাকা থেকে শুরু হচ্ছে। বেতন সর্বোচ্চ 2,18,200/- টাকা অব্দি হতে পারে।
কর্মী নিয়োগ প্রক্রিয়া: কোনো রকম পরীক্ষা নেওয়া হচ্ছে না নিয়োগের ক্ষেত্রে। আবেদন জমা পড়ার পর ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যাচাই করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Under Secretary, Department of Drinking Water & Sanitation, 4th Floor, Antodaya Bhawan, CGO Complex, Lodhi Road, New Delhi – 110003
বিশেষ ভাবে উল্লেখ্য যে, আপনি চাইলে ইমেলের মাধ্যমেও এখানে আবেদন জানাতে পারেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ইমেল আইডি ঠিকানায় আবেদনপত্র ফটো কিংবা স্ক্যান করে পাঠিয়ে দিন। ইমেল ঠিকানা – vikas.sri@nic.in/jha.sumit@gov.in
আবেদনের সময়সীমা: আগামী 20/03/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন এর পাশাপাশি যাবতীয় লিঙ্ক দেওয়া হলো।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE 


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


OUR TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment