পশ্চিমবঙ্গের অন্যতম বৃহৎ এবং স্বনামধন্য সংস্থা তথা পাবলিক সার্ভিস কমিশন অর্থাৎ পিএসসি এর মাধ্যমে এবার কর্মী নিয়োগ করা হচ্ছে। প্রতি বছরই এই WBPSC ছোটো বড়ো বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি জারি করে। রাজ্যে এবারও এর মাধ্যমে বিরাট নিয়োগ করা হচ্ছে। আপনি কি রাজ্যের স্থায়ী বাসিন্দা? বহুদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো চাকরির খোঁজে থেকে থেকে দিশেহারা? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্যের যেকোনো জেলা প্রান্ত থেকে করতে পারবেন আবেদন। বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।
নিয়োগকারী সংস্থা ও পদ: সারা রাজ্যের অন্যতম স্বনামধন্য ও বিখ্যাত নিয়োগকারী সংস্থা তথা পাবলিক সার্ভিস কমিশনের (WBPSC) এর মাধ্যমে কর্মী নিয়োগ করা হচ্ছে। এখানে মূলত গ্রুপ এ থেকে শুরু করে ডি পর্যন্ত সব লেভেলের পদে নেওয়া হবে কর্মী
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে যেকোনো ক্ষেত্রে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
প্রার্থীর বয়সসীমা: সরাসরি বয়স সম্পর্কে কিছু বলা হয়নি। তবে প্রাপ্ত বয়স্ক হলেই আপনি এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
আবেদন পদ্ধতি: WBPSC এর অফিসিয়াল অনলাইন আবেদন এর লিংকে ক্লিক করুন। অনলাইনের মাধ্যমে আবেদন করে নিন।
1. এক্ষেত্রে সবার প্রথমে নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন তথা ফর্ম ফিলাপ করুন।
2. সবার প্রথমে অনলাইন রেজিষ্ট্রেশন করে নিন যাবতীয় কিছু প্রাথমিক তথ্য দিয়ে।
3. এখানে মোবাইল নম্বর, ইমেল আইডি, নিজের নাম, জন্ম তারিখ, জেন্ডার, বাবার নাম, মায়ের নাম দিয়ে রেজিস্ট্রেশন করলে একটি রেজিস্ট্রেশন তথা এনরোলমেন্ট নম্বর এবং পাসওয়ার্ড দেওয়া হবে।
4. এগুলি তথ্য দিয়ে লগইন এর পেজে গিয়ে লগইন করে নিন। তারপর আরো কিছু তথ্য যেমন, শিক্ষাগত যোগ্যতা, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি দেবেন।
5. যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি আপলোড করতে বললে এক এক করে আপলোড করে দিন।
6. সবার শেষে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
উল্লেখ্য, এখনও পর্যন্ত নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশ করা হয়নি। কিছুদিন এর মধ্যেই তা প্রকাশ করা হবে। এবং 28 ফেব্রুয়ারি, 2023 থেকে শুরু হবে নিয়োগের অনলাইন আবেদন প্রক্রিয়া। এই আবেদন চলবে আগামী 21 মার্চ, 2023 পর্যন্ত।
OFFICIAL WEBSITE/ APPLY ONLINE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE