রাজ্যে জেলা লেভেলে পুলিশ বিভাগে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে যারা মোটামুটি একটি ভালো চাকরির খোঁজ করছেন তাদের জন্য এটি হতে পারে একটি সুবর্ণ সুযোগ। উল্লেখ্য, পশ্চিমবঙ্গে বীরভূম জেলায় সুপারিনটেনডেন্ট অফ পুলিশ অফিসের তরফে নেওয়া হবে কর্মী। মূলত গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হবে কর্মী যেখানে যেকেউ চাইলেই জানাতে পারেন আবেদন। নিচে বিস্তারিত আলোচনা করা হলো।
পদের নাম: এখানে মূলত গ্রুপ ডি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। সেক্ষেত্রে ড্রাইভার পদে প্রার্থীদের নিযুক্ত করা হবে।
আবেদনকারীর যোগ্যতা: নিম্নে বেশ কয়েকটি যোগ্যতা উল্লেখ করা হলো। এগুলি থেকে থাকলেই আবেদন করুন।
1. সবার প্রথমে আপনাকে একজন স্থায়ী ভারতীয় নাগরিক হতে হবে।
2. শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে অষ্টম শ্রেণী পাশ করে থাকতে হবে।
3. বাংলা ভাষার জ্ঞান তথা বাংলা ভাষায় লিখতে, পড়তে জানতে হবে।
4. LMV/M-HMV এর জন্য বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে।
5. তিন বছরের ড্রাইভিং এক্সপিরিয়েন্স থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: আবেদন করতে গেলে প্রার্থীর ন্যুনতম বয়স হতে হবে 21 বছর। সর্বোচ্চ 40 বছরের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের পর পরই কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 13,500/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে সবার প্রথমে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম MT Section থেকে সংগ্রহ করে নিন।
1. এটি নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন।
2. নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দিন।
3. যাবতীয় কিছু সঙ্গে, পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার লাগলে দিয়ে দিন।
4. সবার শেষে এগুলি সব খামের মধ্যে ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
কী কী ডকুমেন্ট প্রয়োজন: নিয়োগে আবেদনের কিছু ডকুমেন্ট প্রয়োজন। নিম্নলিখিত ডকুমেন্ট গুলি আবেদনপত্রের সঙ্গে যুক্ত করবেন।
1. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট তথা মার্কশিট ও সার্টিফিকেট
2. জন্ম তারিখ তথা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট/ সার্টিফিকেট কিংবা বার্থ সার্টিফিকেট
3. বৈধ ড্রাইভিং লাইসেন্স এর কপি
4. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ড/ আধার কার্ড/ রেশন কার্ড
5. সংশ্লিষ্ট ক্ষেত্রে কর্ম অভিজ্ঞতার প্রমাণপত্র
6. তিন কপি রঙিন পাসপোর্ট সাইজের ফটো
কীভাবে নিয়োগ হবে: আবেদন জমা পড়ার পর সেগুলি প্রথমে স্ক্রিনিং করে নেওয়া হবে ভালো করে। তারপর সিলেক্টেড প্রার্থীদের ড্রাইভিং টেস্ট ও মেডিক্যাল টেস্ট এর জন্য ডেকে নেওয়া হবে। ভবিষ্যতে এই ড্রাইভিং টেস্ট ও মেডিক্যাল টেস্ট এর তারিখ জানিয়ে দেওয়া হবে।
আবেদনের সময়সীমা: আগামী 07 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে উপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন ভালো করে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: M.T. Section, Superintendent of Police Birbhum District, Pin-731101 । এক্ষেত্রে ড্রপ বক্সে আবেদন জমা করুন।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE