রাজ্যে পৌরসভায় উচ্চমাধ্যমিক পাশে কর্মী নিয়োগ, বেতন 22,000/- টাকা | Municipal Corporation 12 Pass Job 2023

চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক ভালো নিয়োগের খবর। এবার রাজ্যে পৌরসভা তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফে জারি হলো কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। ন্যুনতম শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে চাকরির খোঁজে থেকে থাকলে এটি হতে পারে আপনার জন্য সুবর্ণ সুযোগ। শুধুমাত্র উচ্চমাধ্যমিক পাশেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই নিয়োগের বিস্তারিত খুঁটিনাটি।

Municipal Corporation 12 Pass Job 2023
নিয়োগকারী সংস্থা: রাজ্যে পৌরসভায় তথা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে এই কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।
পদ – ল্যাবরেটরি টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: প্রথমত, যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে। পাশাপাশি DMLT করে থাকতে হবে।
কম্পিউটার কাজের বিশেষ জ্ঞান থাকা দরকার। সঙ্গে পশ্চিমবঙ্গ রাজ্যের স্থায়ী বাসিন্দা হয়ে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 01/01/2023 এর হিসাব অনুযায়ী আবেদনকারী প্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ আবেদন যোগ্য।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন প্রদান করা হবে। নিয়োগের পর পর কর্মী পিছু মাসিক গড় বেতন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: নিচে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট দেওয়া হয়েছে। সেটি ডাউনলোড করে বের করে নিন।
1. নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্রটি ভালো করে পূরণ করে ফেলতে হবে আপনাকে।
2. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, ক্যাটাগরি, মোবাইল নম্বর, ইমেল আইডি, শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দেবেন।
3. একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো আবেদনপত্রের মধ্যে জুড়ে দিন। সঙ্গে একটি সিগনেচার করুন নিজের।
4. এবার গুরুত্বপূর্ণ যাবতীয় ডকুমেন্ট সমেত এগুলি সব একটি খামের ভেতর ভরে এগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় ড্রপ বক্সে জমা করুন।
নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের যোগ্যতার ওপর ভিত্তি করে অর্থাৎ টেকনিক্যাল কোয়ালিফিকেশন এর ওপর ভিত্তি করে 85 এর মধ্যে নম্বর প্রদান করা হবে।
কম্পিউটার টেস্টের ওপর রয়েছে 15 নম্বর। অর্থাৎ, সব মিলিয়ে 100 এর মধ্যে প্রার্থীদের নম্বর প্রদান করে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেরিট লিস্ট তৈরি করে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 12/08/2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশনের লিংক দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফরম্যাট এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment