রাজ্যে পৌরসভায় সাব-রেজিস্ট্রার পদে নিয়োগ, বেতন উচ্চ, যেকেউ আবেদনযোগ্য | MSCWB Recruitment 2022

পশ্চিমবঙ্গের সমগ্র সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে ঠিক এ মুহূর্তে এক বিরাট নিয়োগের সুখবর। আপনি রাজ্যের একজন স্থায়ী বাসিন্দা হয়ে যদি দীর্ঘ দিন যাবৎ সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন কিংবা বেকার সমস্যায় ভুগছেন তবে একদম সঠিক জায়গায় এসেছেন। রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের আওতায় নেওয়া হবে নতুন পদে কর্মী। এখানে রাজ্যের পুরুষ থেকে শুরু করে মহিলা যেকোনো প্রার্থী সরাসরি নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। কর্মীদের মাসে উচ্চ হারে ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে এখানে। নিচে বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হলো, দেখে নিন।

MSCWB Recruitment 2022

নিয়োগকারী সংস্থা ও নিয়োগস্থান:
পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন (West Bengal Municipal Service Commission) তথা MSCWB এর পক্ষ থেকে আয়োজিত হচ্ছে এই নিয়োগ। এর মধ্য দিয়ে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন এ নেওয়া হচ্ছে কর্মী। উক্ত মিউনিসিপ্যাল কর্পোরেশন এর হেল্থ ডিপার্টমেন্ট তথা স্বাস্থ্য বিভাগের অধীনে কর্মীদের নিযুক্ত করা হবে।
পদের নাম:
রাজ্যের সুবিশাল এই সরকারি চাকরির নিয়োগ (WB Govt Job Recruitment 2022) এর মধ্য দিয়ে পৌরসভায় এক নতুন ধরনের কর্মী নিয়োগ করা হচ্ছে। এর নাম দেওয়া হয়েছে সাব রেজিস্ট্রার (Sub Registrar)।
কীভাবে আবেদন জানাবেন?
অনলাইনের মাধ্যমে কয়েকটি ধাপের মধ্য দিয়ে এখানে নিয়োগের জন্য আবেদন জানাতে হবে,
1. সেক্ষেত্রে সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট এ গিয়ে অনলাইন আবেদনের লিংকে ক্লিক করুন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম পূরণ করে নেবেন।
3. সেক্ষেত্রে নিজের নাম, বাবার নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
4. নিজের একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি অবশ্যই রাখবেন আবেদনের সময়।
5. এরপর নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে রিসাইজ করে এখানে আপলোড করে দিতে হবে।
6. সবার শেষে আবেদন ফি জমা করে সাবমিট বাটনে ক্লিক করুন এবং আবেদন শেষে আবেদনের কাগজটি প্রিন্ট আউট করে সঙ্গে রাখবেন।
প্রয়োজনীয় ডকুমেন্ট:
নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখতে হবে,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আঁধার কার্ড
3. নিজের শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
5. কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
প্রার্থীর বয়সসীমা:
রাজ্যের পৌরসভার এই সরকারি নিয়োগ (WB Govt Recruitment 2022 এ আবেদনের জন্য প্রার্থীর বয়সের ক্ষেত্রে কোনো রকম বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 45 বছরের মধ্যে যেকেউ এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন। সঙ্গে রিজার্ভ ক্যাটাগরি প্রার্থীদের বয়সে বিশেষ ছাড় দেওয়া হয়েছে।
মাসিক বেতন:
কর্মীদের উচ্চ পে লেভেল অনুযায়ী মাসে ভালো করে টাকা বেতন হিসাবে দেওয়া হবে। অফিসিয়াল নোটিফিকেশন অনুযায়ী- Pay Level – 14 of the Pay Matrix of ROPA 2019 plus DA & other allowance admissible as per rule
আবেদন ফি:
এখানে অনলাইনের মাধ্যমে চাকরির জন্য আবেদন করার ক্ষেত্রে আপনাকে 200/- টাকা আবেদন ফি দিতে হবে। সেক্ষেত্রে SC/ST/PWD প্রার্থীদের 50/- টাকা আবেদন ফি বাবদ দিতে হবে।
শিক্ষাগত যোগ্যতা:
এখানে আবেদন জানাতে গেলে আপনাকে যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি কিংবা সংস্থা থেকে BHMS/ DHMS/ DMS এই জাতীয় যেকোনো একটি ডিপ্লোমা কিংবা ডিগ্রি কোর্স করে থাকতে হবে। আরো বিস্তারিত অফিসিয়াল বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
আবেদনের সময়সীমা:
আগামী 05/08/2022 তারিখ থেকে শুরু হচ্ছে অনলাইন আবেদন। এই আবেদন চলবে আগামী 04/09/2022 তারিখ পর্যন্ত।
OFFICIAL NOTIFICATION: CLICK HERE


OFFICIAL WEBSITE: CLICK HERE


MORE WB GOVT JOB: CLICK HERE


ভবিষ্যতে চাকরি ও নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment