রাজ্যে প্রচুর MTS, DEO ও গ্রুপ সি কর্মী নিয়োগ, যোগ্যতা মাধ্যমিক, বেতন 20,000 টাকা | WB Govt Jobs 2023

রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার একই সঙ্গে অসংখ্য গ্রুপ সি লেভেলের পদে এবং অসংখ্য শূন্যপদে নেওয়া হচ্ছে কর্মী। এখানে যেমন, গ্রুপ সি লেভেলে ডেটা এন্ট্রি অপারেটর, মাল্টি টাস্কিং স্টাফ থেকে নানান রকম পদে নেওয়া হবে কর্মী। আপনি কি ন্যূনতম এবং খুবি সামান্য শিক্ষাগত যোগ্যতার ভিত্তিতে ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন? তবে একদম সঠিক জায়গায় এসেছেন। শুধুমাত্র অষ্টম পাশ থেকেই করতে পারবেন আবেদন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

Group-C DEO MTS Recruitment 2023
পদের নাম – ডেটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে কম্পিউটার টাইপিং বিষয়ে জ্ঞান থাকা দরকার।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা 30 বছর রাখা হয়েছে। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ আবেদন যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া হচ্ছে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 20,000/- টাকা।
পদের নাম – মাল্টি টাস্কিং স্টাফ (MTS)
শিক্ষাগত যোগ্যতা: এখানে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা ন্যুনতম রাখা হয়েছে। সেক্ষেত্রে যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম মাধ্যমিক পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ঊর্ধ্বসীমা এখানে 25 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে মোটামুটি যেকেউ যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে উচ্চ হারে বেতন দেওয়া এখানেও। কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 18,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
পদের নাম – টেকনিশিয়ান সি
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সঙ্গে সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিপ্লোমা করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: বয়সের ক্ষেত্রে তেমন কোনো বাঁধা সীমা নেই। সর্বোচ্চ 30 বছরের মধ্যে যেকেউ আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মাসে ভালো অঙ্কের টাকা বেতন হিসাবে দেওয়া হবে এক্ষেত্রেও। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 20,000/- টাকা রাখা হয়েছে।
এছাড়াও আরো অন্যান্য নানান গ্রুপ সি লেভেলের পদে নেওয়া হচ্ছে কর্মী। আরো বিস্তারিত ও খুঁটিনাটি জানতে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন ফলো করুন।
আবেদন পদ্ধতি: মূলত অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে বিস্তারিত ধাপগুলি দেওয়া হলো।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করুন।
2. নিচে ডাইরেক্ট লিঙ্ক দেওয়া হয়েছে এই আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর, সেটি ডাউনলোড করে একটি সাদা A4 সাইজের পেপারে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে পূরণ করে ফেলুন এই আবেদনপত্রটি।
4. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি তথ্য দেবেন।
5. নিজের একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করুন ফর্মে।
6. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা একটি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. যেমন মাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
6. স্নাতক বা অন্যান্য পাশের সার্টিফিকেট যদি থাকে
7. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
8. কাস্ট সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 02 ফেব্রুয়ারি, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে অফিসিয়াল নোটিফিকেশন দেওয়া হয়েছে, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE

Leave a comment