রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতালে ক্লাস 12th পাশে নিয়োগ, বেতন 22,000 টাকা | Medical College-Hospital Recruitment 2023 WB

পশ্চিমবঙ্গে চাকরি প্রার্থীদের জন্য রয়েছে বিশেষ নিয়োগের সুখবর। এবার রাজ্যে মেডিকেল কলেজ ও হাসপাতাল এর তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর ভালো চাকরির খোঁজে এবং আশায় থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তারা একদম সঠিক স্থানে এসেছেন। সব থেকে বড় কথা হলো, আপনারা এখানে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ যোগ্যতায় চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আরো বিস্তারিত জানতে সঙ্গে থাকুন।

NRS Medical College Recruitment 2023
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ রাজ্য সরকার (Government of West Bengal) এর তত্ত্বাবধানে মেডিকেল সুপারিনটেনডেন্ট কাম ভাইস প্রিন্সিপাল অফিসের অধীনে জারি হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে রাজ্যে এনআরএস মেডিকেল কলেজ ও হাসপাতাল এ কর্মী নিয়োগ করা হচ্ছে।

পদের নাম: মেডিকেল ল্যাব টেকনিশিয়ান
শিক্ষাগত যোগ্যতা: এই মেডিকেল ল্যাব টেকনিশিয়ান তথা MT (Lab) পদের জন্য আবেদন জানাতে গেলে আপনাকে প্রথমত উচ্চমাধ্যমিক পাশ করে থাকতে হবে। সেক্ষেত্রে বিজ্ঞান বিভাগে উচ্চমাধ্যমিক পাশের পাশাপাশি DMLT কিংবা BMLT করে থাকলে আবেদন জানাতে পারেন।
প্রার্থীর বয়সসীমা: বয়েসের ঊর্ধ্বসীমা 40 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ এখানে চাকরির জন্য আবেদন জানাতে পারেন।
মাসিক বেতন: মাসে সুউচ্চ হারে বেতন দেওয়া হবে কর্মীদের। সেক্ষেত্রে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 22,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
জেনে নেওয়া যাক আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করে আবেদনপত্র পাঠিয়ে দিন।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র সংগ্রহ করতে হবে।
2. আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এর ডাইরেক্ট লিঙ্ক নিচে দেওয়া হলো, ডাউনলোড করে বের করে নিন।
3. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য যেমন, নিজের নাম, অভিভাবকের নাম, জন্মতারিখ, বয়স, কাস্ট ক্যাটাগরি, ঠিকানা, মোবাইল নম্বর, ইমেল আইডি, ভোটার কার্ড/ আধার কার্ড নম্বর দিতে হবে।
4. এছাড়াও শিক্ষাগত যোগ্যতা, কর্ম অভিজ্ঞতা তথা ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইত্যাদি তথ্য দিয়ে দেবেন এখানে।
5. সবার শেষে একটি রঙিন পাসপোর্ট সাইজের ফটো সেল্ফ অ্যাটেস্টেড করে জুড়ে দিন সঙ্গে নিজের একটি সিগনেচার করতে হবে।
6. সবার শেষে যাবতীয় কিছু ডকুমেন্ট যেগুলো নিচে দেওয়া হলো, সেগুলি ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে আবেদনপত্রের সঙ্গে যুক্ত করুন এবং খামের ভেতর ভরে নির্দিষ্ট তারিখের মধ্যে নিম্নলিখিত ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই রাখবেন,
1. Age Proof তথা বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা সার্টিফিকেট
2. সকল প্রকার শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
3. ফটো আইডি হিসাবে PAN Card/ Aadhaar Card/ Voter ID এগুলির মধ্যে যেকোনো একটি
4. ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
5. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
6. বৈধ ও সক্রিয় মোবাইল নম্বর এবং ইমেল আইডি
আবেদনের সময়সীমা: আগামী 08 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে হবে। সেক্ষেত্রে নিচে আবেদনপত্র পাঠানোর ঠিকানা দেওয়া হয়েছে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: Office of the Medical Superintendent cum Vice Principal, NRS Medical College, 138, AJC Bose Road, Kolkata-700014
নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হয়েছে, সেটি ডাউনলোড করে এই নিয়োগ তথা আবেদন সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিন। সঙ্গে নিয়োগের আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম এখানেই পাবেন।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORM: CLICK HERE


OFFICIAL WEBSITE 1: CLICK HERE


OFFICIAL WEBSITE 2: CLICK HERE 

MORE JOB NEWS: CLICK HERE


ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE 

Leave a comment