পশ্চিমবঙ্গে রূপশ্রী প্রকল্পের অধীনে নেওয়া হবে কর্মী। রাজ্যের চাকরি প্রার্থীদের জন্য বিশেষ সুখবর। আপনি কি বেকার সমস্যায় ভুগছেন এবং সরকারি চাকরির খোঁজ করছেন? তবে খবরটি শুধু আপনার জন্য। মূলত বিভিন্ন গ্রূপ-সি পদে নেওয়া হবে কর্মী। পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে এযাবৎ বিভিন্ন প্রকল্পের অধীনে নানান কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়েছে। রাজ্যে এর আগে কন্যাশ্রী প্রকল্পের অধীনেও কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। এবার রূপশ্রী প্রকল্পের অধীনে নেওয়া হবে বিভিন্ন গ্রুপ-সি কর্মী। নিচে বিস্তারিত দেওয়া হলো, দেখে নিন-
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গ সরকারের তত্ত্বাবধানে District Project Management Unit এর রূপশ্রী প্রকল্প (Rupashree Prakalpa) এর অধীনে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম: বিভিন্ন Group-C পদে কর্মী নিয়োগ করা হবে। প্রধান 2 প্রকার পদে হবে কর্মী নিয়োগ। যেমন-
- Accountant
- Data Entry Operator
শূন্যপদ:
- Accountant- 03
- Data Entry Operator- 15
শিক্ষাগত যোগ্যতা:
Accountant:
- কমার্স বিষয়ে স্নাতক পাশ করতে হবে।
- কম্পিউটার MS Office এ দক্ষ বিশেষ দক্ষ হতে হবে।
Data Entry Operator- 15
- স্নাতক পাশ তথা Graduate হলেই চলবে।
- কম্পিউটার MS Office এ দক্ষ বিশেষ দক্ষ হতে হবে।
আবেদনকারীর বয়স:
- Accountant- 18-40 বছর
- Data Entry Operator- 18-40 বছর
মাসিক বেতন:
- Accountant- 15000/-
- Data Entry Operator- 11000/-
আবেদন প্রক্রিয়া: আবেদন করা শুধুমাত্র অফলাইন পদ্ধতির মাধ্যমে। আবেদনকারীর নিজের যাবতীয় তথ্যাদি দিয়ে অ্যাপ্লিকেশন ফর্মটি ভালো করে পূরণ করে তা ড্রপ বক্সে জমা করতে হবে নির্দিষ্ট তারিখের মধ্যে।
আবেদনপত্রের সঙ্গে যেসব ডকুমেন্ট দিতে হবে –
- মাধ্যমিকের অ্যাডমিট বয়সের প্রমাণপত্র হিসাবে
- বাসিন্দার প্রমাণপত্র হিসাবে ভোটার, রেশন কার্ড কিংবা যেকোনো বৈধ ডকুমেন্ট।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং কম্পিউটার সার্টিফিকেট।
- কাস্ট সার্টিফিকেট (যদি থাকে)
- নিজের দুই কপি পাসপোর্ট ফটো।
নিয়োগ প্রক্রিয়া: তিনটি ধাপে প্রার্থী বাছাই হবে –
- লিখিত পরীক্ষা
- কম্পিউটার টেস্ট
- ইন্টারভিউ
আবেদনের সময়সীমা: আবেদন করা যাবে আগামী 19/01/2022 তারিখের মধ্যে।
Official Notification for Rupashree Prakalpa Recruitment: Click Here
Official Website: purbabardhaman.nic.in