এবার রাজ্যে সরকারি হাসপাতালে ডাটা এন্ট্রি অপারেটর তথা DEO কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আপনারা যারা দীর্ঘদিন যাবৎ ভালো কোনো চাকরির খোঁজে রয়েছেন তাদের জন্য বিরাট সুখবর। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তত্ত্বাবধানে রাজ্যে এসএসকেএম হসপিটালের অধীনে নেওয়া হবে কর্মী। নিয়োগের বিশেষ বিশেষত্ব হলো, এখানে যেকোনো জেলা প্রান্ত থেকে চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। নিচে আরো বিস্তারিত খুঁটিনাটি আলোচনা করা হয়েছে, জেনে নিতে আমাদের সঙ্গে থাকুন।
পদের নাম – ডাটা এন্ট্রি অপারেটর (DEO)
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ। সঙ্গে কম্পিউটারে বিশেষ টাইপিং দক্ষতা থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: 01/01/2022 এর হিসাবে বয়সের ঊর্ধ্বসীমা 35 বছর। অর্থাৎ, এই বয়সের নিচে যেকেউ এখানে সমানভাবে আবেদনের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।
মাসিক বেতন: মাসে মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 20,000/- টাকা থেকে শুরু হচ্ছে।
আবেদন পদ্ধতি: অফলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। নিচে বিস্তারিত আলোচনা করা হয়েছে,
1. নিজের হাতে একটি আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশন ফর্ম তথা BIO DATA বানিয়ে ফেলুন।
2. সেখানে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি সকল প্রকার তথ্য দেবেন।
3. একটি বৈধ এবং সক্রিয় মোবাইল নম্বর এবং একটি ইমেল আইডি দেবেন আবেদন করার সময়।
4. নিজের যাবতীয় কিছু ডকুমেন্ট সঙ্গে পাসপোর্ট সাইজের ফটো, সিগনেচার ইত্যাদি জুড়ে দেবেন এর সঙ্গে।
5. সবার শেষে এগুলি সব একটি খামের ভেতর ভরে তা নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পৌঁছে দিতে হবে।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. স্থায়ী ঠিকানার প্রমাণপত্র হিসেবে ভোটার কার্ড কিংবা আধার কার্ড
3. সকল শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. বিশেষ করে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
5. মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পাশের মার্কশিট এবং সার্টিফিকেট
6. রঙিন পাসপোর্ট সাইজের ফটো এবং সিগনেচার
7. কাস্ট সার্টিফিকেট কিংবা কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
আবেদনের সময়সীমা: আগামী 30/12/2022 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে ওপরের দেওয়া আবেদন পদ্ধতি অনুসরণ করুন এবং নিচে দেওয়া ঠিকানায় আবেদনপত্র পাঠিয়ে দিন।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: নিচের দেওয়া অফিস ঠিকানায় আবেদনপত্র নিজের হাতে জমা করুন কিংবা পোস্ট অফিসের মাধ্যমে পাঠিয়ে দিন।
ঠিকানা – The Director, IPGME&R, 244, AJC Bose Road, Kolkata -20
OFFICIAL NOTIFICATION: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
আপনি কি একজন সরকারি চাকরি প্রার্থী কিংবা যেকোনো ধরনের চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন? তবে আজই যুক্ত হয়ে যান আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে।
OUR TELEGRAM CHANNEL: JOIN HERE
MORE JOB NEWS: CLICK HERE