রাজ্যে 1149 শূন্যপদে কনস্টেবল নিয়োগ, উচ্চমাধ্যমিক পাসে যেকেউ আবেদন করতে পারবেন | WB Constable Recruitment 2022

রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য এক বিরাট বড়ো নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো। উচ্চমাধ্যমিক পাসে রাজ্যের যেকোনো প্রান্ত থেকে যেকেউ চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। আপনি যদি সরকারি চাকরির খোঁজে থেকে থাকেন তবে এটি একটি দুর্দান্ত সুযোগ আপনার জন্য। শুধুমাত্র অনলাইন পদ্ধতির মাধ্যমে অনায়াসে আপনি এই চাকরির জন্য আবেদন করতে পারবেন। আপনি যদি এই চাকরির জন্য আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন তবে অতি শীঘ্রই আবেদন করে নিতে পারেন। নিচে আবেদন সম্পর্কে বিস্তৃত দেওয়া হলো- 


cisf constable recruitment 2022



নিয়োগকারী সংস্থা:

CENTRAL INDUSTRIAL SECURITY FORCE (CISF) এর পক্ষ থেকে এই নিয়োগ করা হবে।


পদের নাম:

CISF এর পক্ষ থেকে মূলত কনস্টেবল / Constable পদে নিয়োগ করা হবে।


শূন্যপদ:

সারা ভারত জুড়ে নানানা রাজ্যের পাশাপাশি পশ্চিমবঙ্গে এই Constable নিয়োগ করা হবে। সর্বমোট 1149 টি শূন্যপদে নিয়োগ করা হবে।


শিক্ষাগত যোগ্যতা:

এই CISF Constable পদে আবেদন করতে আবেদনকারীকে যেকোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চমাধ্যমিক পাস করে থাকতে হবে।


বয়সসীমা:

এই পদে আবেদনের জন্য আবেদনকারীর বয়স হতে হবে 18-23 বছরের মধ্যে। SC/ST এর ক্ষেত্রে বয়সে 5 বছরের এবং OBC এর ক্ষেত্রে বয়সে 3 বছরের ছাড় দেওয়া হবে।


শরিরীক যোগ্যতা:

উচ্চতা (Height): প্রার্থীর উচ্চতা হতে হবে ন্যূনতম 170 cm

বুকের ছাতি (Chest): 80-85 cm হতে হবে এবং 5 cm ফোলাতে হবে 


বেতনক্রম: 

মাসে 21700-69100 টাকা দেওয়া হবে।




আবেদন ফি:

100 টাকা দিতে হবে। তবে SC/ST/ESM এর কোনো রকম আবেদন ফি দিতে হবে না।


আবেদন প্রক্রিয়া:

Constable পদে আবেদনের জন্য আবেদনকারীকে CISF এর অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আবেদন করে নিতে হবে। আবেদনকারীকে আবেদন করার সময় নিজের যাবতীয় নানান তথ্যাদি দিতে হবে এবং কিছু ডকুমেন্ট আপলোড করতে হবে।


আবেদনের সময়সীমা: 

অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন আগামী 04/03/2022 তারিখের মধ্যে।




Official Notification: Click Here


Official Website: Click Here


Apply Online: Registration | Login



Leave a comment