রাজ্যের সরকারি চাকরিপ্রার্থীদের জন্য এক দুর্দান্ত নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ পেলো। আপনি যদি সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিয়ে থাকেন কিংবা প্রস্তুতি নিচ্ছেন এবং শিক্ষকতার কাজ করতে চান তবে এই নিয়োগের বিজ্ঞপ্তটি শুধু আপনার জন্য। এখানে যেকোনো যোগ্যতায় রাজ্যের যেকোনো জেলা থেকে নারী কিংবা পুরুষ যেকেউ করতে পারবেন চাকরির জন্য আবেদন। Graduation, Post-Graduation, D.El.Ed, B.Ed যেকোনো যোগ্যতা থাকলেই আপনি আবেদনের যোগ্য। আপনি যদি শিক্ষকতার চাকরি করতে ইচ্ছুক হন তবে এই চাকরির জন্য করতে পারেন আবেদন, আবেদনের বিস্তারিত খুঁটিনাটি দেওয়া নিচে দেওয়া হলো-
নিয়োগকারী সংস্থা
আসানসোলে Indian International School (IIS) এ বিভিন্ন শিক্ষক পদে করা হবে নিয়োগ।
পদের নাম
নানান শিক্ষক পদে নিয়োগ করা হবে। যেমন-
- PGT
- TGT
- Primary Teacher
- Nursery Teacher
- Music Teacher
যেসব বিষয়ে শিক্ষক নিয়োগ করা হবে
বিভিন্ন বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে, যা নিচে দেওয়া হলো-
PGT
PGT তে যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে-
- অঙ্ক
- ইংরেজি
- ইতিহাস
- রাষ্ট্র বিজ্ঞান
- পদার্থ বিজ্ঞান
- কম্পিউটার সাইন্স
- পেইন্টিং
TGT
TGT তে যেসব বিষয়ের ওপর শিক্ষক নিয়োগ করা হবে-
- ইংরেজি
- পদার্থবিজ্ঞান
- রসায়ন বিজ্ঞান
- জীববিদ্যা
- হিন্দি
- সমাজ বিজ্ঞান
Primary Teacher
Primary Teacher তথা প্রাথমিক শিক্ষকদের নিম্নলিখিত বিষয়ের ওপর নিয়োগ করা হবে-
- ইংরেজি
- অঙ্ক
- হিন্দি
- বিজ্ঞান
- সমাজ বিজ্ঞান
- পদার্থ বিজ্ঞান
শিক্ষাগত যোগ্যতা
বিভিন্ন শিক্ষক পদে আবেদনের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা নিচে উল্লেখ করা হলো-
- Primary Teacher: আবেদনকারীকে স্নাতক পাশ হতে হবে এবং সঙ্গে B.Ed ডিগ্রি ধারণ করতে হবে।
- Nursery Teacher: এক্ষেত্রে আবেদনকারীর D.El.Ed করা থাকলেই তিনি আবেদনের যোগ্য।
- PGT: যে বিষয়ের জন্যও আবেদন করছেন সেই বিষয়ে Post-Graduate হতে হবে এবং B.Ed করা থাকতে হবে।
- TGT: Post-Graduate হলেই চলবে। সঙ্গে B.Ed ডিগ্রি থাকতে হবে।
- Music Teacher: সংগীত বিষয়ে Graduation কিংবা Post-Graduation ডিগ্রি করা থাকতে হবে।
আবেদন প্রক্রিয়া
অনলাইন এ ইমেল এর মাধ্যমে আবেদন জমা দিতে হবে। যেসকল আবেদনকারী এই পদে আবেদন করতে ইচ্ছুক তাদের নিজের হাতে প্রথমে Application Form বানিয়ে লিখতে হবে। তারপর আবেদন পত্রের সঙ্গে নিজের একটি CV/Bio-Data যুক্ত করে সেটিকে পাঠাতে হবে নির্দিষ্ট ই-মেল ঠিকানায়। সঙ্গে আবেদনকারীকে নিজের রঙিন পাসপোর্ট ফটো পাঠাতে হবে।
E-Mail ঠিকানা
নিয়োগ প্রক্রিয়া
প্রথমে যারা আবেদন করেছেন তাদের শর্ট-লিস্টিং করে দুটি পর্যায়ের মধ্য দিয়ে প্রার্থী বাছাই করে করা হবে নিয়োগ।
- Written Test
- Interview
আবেদনের সময়সীমা
আবেদন করতে হবে আগামী 20/01/2022 তারিখের মধ্যে। ই-মেল ছাড়াও পোস্টের মাধ্যমে আবেদন জমা করতে পারবেনা। সেক্ষেত্রে নির্দিষ্ট ঠিকানায় পোস্ট করে আবেদনপত্র পাঠাতে হবে।
Official Notification: Click Here
Official Website: iisasansol.org
For More Govt Job: Click Here
এরকম আরো চাকরির খবর পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হন: Click Here to Join Telegram Channel