পশ্চিমবঙ্গে সরকারি চাকরি প্রার্থীদের জন্য রয়েছে এক দুর্দান্ত নিয়োগের সুখবর। এবার রাজ্যের ডিএম তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অফিসের তরফে জারি হয়েছে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে শিশু সুরক্ষা দপ্তরে নেওয়া হবে কর্মী। আপনারা যারা দীর্ঘদিন ধরে অনেক পড়াশোনা করার পর সরকারি চাকরির খোঁজে থেকে থেকে বেকার সমস্যায় জর্জরিত তাদের জন্য এটি একটি সুবর্ণ সুযোগ। এখানে আপনিও চাইলে খুব সহজেই নিয়োগের জন্য আবেদন জানাতে পারবেন। আসুন তবে আর দেরি না করে জেনে নিই এর বিস্তারিত খুঁটিনাটি।
নিয়োগকারী সংস্থা: পশ্চিমবঙ্গে DM তথা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট ও কালেক্টর অফিসের তত্ত্বাবধানে জারি হয়েছে নিয়োগের বিজ্ঞপ্তি। সেক্ষেত্রে জেলা লেভেলে জেলা শিশু সুরক্ষা ইউনিট তথা District Child Protection Unit (DCPU) আর তরফে কর্মী নিয়োগ করা হবে।
পদের নাম – ডেটা অ্যানালিস্ট
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত ইউনিভার্সিটি থেকে স্ট্যাটিসটিক্স/ ম্যাথমেটিক্স/ ইকোনোমিক্স/ কম্পিউটার অ্যাপ্লিকেশন -তে স্নাতক তথা গ্র্যাজুয়েশন পাশ করে থাকতে হবে।
প্রার্থীর বয়সসীমা: কমপক্ষে 18 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা নিয়োগে আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: মোটামুটি ভালো অঙ্কের টাকা বেতন দেওয়া হবে। সেক্ষেত্রে নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 18,536/- টাকা থেকে শুরু হবে।
পদের নাম – আউট রিচ ওয়ার্কার
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো স্বীকৃত স্কুল বোর্ড কিংবা সংস্থা থেকে ন্যুনতম উচ্চমাধ্যমিক পাশ করে থাকলেই চাকরির জন্য আবেদন জানাতে পারবেন আপনি।
প্রার্থীর বয়সসীমা: এক্ষেত্রেও আবেদনের জন্য আপনার ন্যুনতম বয়স হতে হবে 18 বছর। সর্বোচ্চ 35 বছর বয়সের প্রার্থীরা চাকরির জন্য আবেদন জানাতে পারবেন।
মাসিক বেতন: নিয়োগের সঙ্গে সঙ্গে কর্মী পিছু মাসিক গড় বেতন সর্বনিম্ন 12,000/- টাকা থেকে শুরু হচ্ছে এখানে।
আবেদন পদ্ধতি: আবেদনপত্র পূরণ করে ইমেলের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। সেক্ষেত্রে নিম্নে বিস্তারিত আলোচনা করা হয়েছে।
1. সবার প্রথমে নিয়োগের অফিসিয়াল ওয়েবসাইট থেকে নিয়োগের আবেদনপত্র ডাউনলোড করে বের করে নিন।
2. নিজের যাবতীয় সকল প্রকার তথ্য দিয়ে ভালো করে যত্ন সহকারে এই আবেদনপত্র পূরণ করে ফেলুন।
3. সেক্ষেত্রে নিজের নাম, অভিভাবকের নাম, শিক্ষাগত যোগ্যতা, বয়স, জেন্ডার, ঠিকানা, কাস্ট স্ট্যাটাস ইত্যাদি যাবতীয় সকল প্রকার তথ্য দেবেন।
4. রঙিন পাসপোর্ট সাইজের ফটো যুক্ত করুন সঙ্গে একটি সিগনেচার করে দিন ফর্মের মধ্যে।
5. এরপর যাবতীয় কিছু ডকুমেন্ট ভালো করে জেরক্স এবং সেল্ফ অ্যাটেস্টেড করে এর সঙ্গে যুক্ত করুন।
6. সবার শেষে এগুলি সব ভালো করে ফটো কিংবা স্ক্যান করে এগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ইমেল ঠিকানা তে পাঠিয়ে দিন।
প্রয়োজনীয় ডকুমেন্ট: নিয়োগে আবেদনের ক্ষেত্রে যেসব ডকুমেন্ট অবশ্যই সঙ্গে রাখবেন,
1. বয়সের প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট
2. ফটো আইডি প্রুফ হিসাবে আধার কার্ড/ ভোটার কার্ড/ প্যান কার্ড/ পাসপোর্ট এদের মধ্যে যেকোনো একটি
3. শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্ট
4. কম্পিউটার সার্টিফিকেট যদি থাকে এবং যদি প্রয়োজনে লাগে
5. এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি থাকে
কর্মী নিয়োগ প্রক্রিয়া: আবেদন জমা পড়ার পর প্রার্থীদের ডেকে নেওয়া হবে সবার প্রথমে লিখিত পরীক্ষার জন্য। মোট 80 নম্বরের মধ্যে লিখিত পরীক্ষা হবে।
সেক্ষেত্রে ইংরেজিতে থাকবে 20 নম্বর, জিকে ও কারেন্ট অ্যাফেয়ার্স এর ওপর 30 নম্বর এবং ম্যাথস ও রিজনিং এর ওপর 30 নম্বর। এখানে যারা উত্তীর্ণ হবে তারা ডাক পাবেন পরবর্তী ধাপে তথা ইন্টারভিউয়ের জন্য।
ইন্টারভিউয়ের প্রার্থীদের সাধারণ বিভিন্ন প্রশ্ন করণের মধ্য দিয়ে এবং পার্সোনালিটি দেখে সার্বিকভাবে যাচাই করে নেওয়া হবে। সব শেষে যোগ্য প্রার্থী বেছে কর্মী পদে নিযুক্ত করা হবে।
আবেদনের সময়সীমা: আগামী 05 এপ্রিল, 2023 তারিখের মধ্যে আবেদন জানাতে পারবেন। সেক্ষেত্রে নিচে নিয়োগের অফিসিয়াল নোটিফিকেশন এর লিঙ্ক দেওয়া হলো, সেখানেই নিয়োগের আবেদনপত্র এবং ইমেল ঠিকানা দেওয়া হয়েছে।
OFFICIAL NOTIFICATION/ APPLICATION FORMAT: CLICK HERE
OFFICIAL WEBSITE: CLICK HERE
MORE JOB NEWS: CLICK HERE
ভবিষ্যতে চাকরি এবং নিয়োগের এরকম আরো অনেক নতুন নতুন আপডেট পেতে আজই আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান।
TELEGRAM CHANNEL: JOIN HERE